খরতাপ উপেক্ষা করে সবুজের পরতে ফুটেছে শ্বেতপদ্ম

১৭ এপ্রিল ২০২৩, ০৪:২৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
পদ্ম পুকুরের পুরোটা জুড়ে আছে সাদা-গোলাপী মিশেল দৃষ্টিনন্দন পদ্ম।

পদ্ম পুকুরের পুরোটা জুড়ে আছে সাদা-গোলাপী মিশেল দৃষ্টিনন্দন পদ্ম। © টিডিসি ফটো

গ্রীষ্মের খরতাপ উপেক্ষা করে রাজশাহী কলেজের পুকুরে বড় সবুজ পাতার পরতে পরতে ফুটেছে শ্বেতপদ্ম। প্রচন্ড রোদের কিরণ আর সবুজ-সাদা মিশেলের চোখ জুড়ানো পদ্মপুকুরের দৃশ্যে বিমোহিত হচ্ছেন সাধারণ দর্শনার্থীরা। কবি সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর কবিতায় সমস্ত বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজ করে  এনেছিলেন ১০৮টি নীল পদ্ম। সাহিত্যে সেই নীল পদ্ম থাকলেও বাস্তবে তার দেখা মেলে না। তবে সাহিত্যে সাদা পদ্মের বিষয়ে কোনো ছন্দ না থাকলেও এসব শ্বেতপদ্মের অপরূপ দৃশ্য মন ভরিয়ে দেবে যে কাউকে।

সরেজমিনে কলেজ ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, প্রশাসনিক ভবনের পেছনের পুকুর ভরা ভাসমান পদ্মফুল ফুটে আছে অপরূপ সাজে। পদ্ম পুকুরের পুরোটা জুড়ে আছে সাদা-গোলাপী মিশেল দৃষ্টিনন্দন পদ্ম। এর কোনটি ফুটে সৌন্দর্য ছড়াচ্ছে আবার কলিরা রয়েছে শুভ্রতা ছড়ানোর অপেক্ষায়। পানির ওপর গোল পদ্মপাতাগুলো ভেসে আছে। এর ফাঁকে ফাঁকে মাথা উঁচু করে ফুটেছে পদ্ম। কোনোটি সম্পূর্ণ ফোটা, কোনোটি আধো-ফোটা, আবার কোনোটি শুধুই কলি।

গোল পদ্মপাতার ফাঁকে ফাঁকে মাথা উঁচু করে ফুটেছে শ্বেতপদ্ম। ছবি : দ্যা ডেইলি ক্যাম্পাস

রোজা ও ঈদের ছুটির জন্য ক্যাম্পাস বন্ধ থাকলেও স্থানীয় শিক্ষার্থীসহ নানা বয়সী দর্শনার্থীরা মনোমুগ্ধকর এমন দৃশ্য দেখে রীতিমতো মোহিত। পুকুর ঘাটে বসে পদ্মফুলের সৌন্দর্যে প্রশান্তির ছোঁয়া খুজছেন তারা।

উদ্ভিদবিজ্ঞানীদের মতে, পদ্ম (Lotus) Nymphaeaceae গোত্রের কন্দজাতীয় ভূ-আশ্রয়ী বহু বর্ষজীবী ভাসমান জলজ উদ্ভিদ। গ্রামবাংলার মানুষের কাছে ফুলের জন্য পদ্ম অতি পরিচিত উদ্ভিদ। ভারতের জাতীয় ফুল পদ্মের আদি নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়া। এর বৈজ্ঞানিক নাম Nelumbo Nucifera। প্রায় সবসময় যেই জায়গায় পানি থাকে এমন জায়গায় ভালো পদ্ম ফুল জন্মে। এই ফুলগুলো সাধারণত গোলাকৃতি এবং এর পাতাগুলো পানিতে লেপটে থাকে। কখনো কখোনো উঁচু হয়েও থাকে।

কলেজে ঘুরতে আসা ইব্রাহিম হোসাইন বলেন, নগরীতেই আমার বাসা। ছুটির দিনে মাঝে মধ্যে ক্যাম্পাসে আসি একটু স্বস্তির নিঃশ্বাস নিতে। পদ্মপুকুরের পদ্মফুল দেখে চোখ আটকে গেলো। মনে হচ্ছে গ্রামের কোন পরিবেশে দাঁড়িয়ে আছি। অসাধারণ সুন্দর প্রাঙ্গণ। পদ্মের এমন অপরূপ সৌন্দর্য  মুহূর্তেই ভালো করে দেবে যে কারও মন।

বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে ৭৫টি মোটরসাইকেল ও সিএনজি জব্দ
  • ১১ জানুয়ারি ২০২৬
মোটরসাইকেল বিক্রির সময় দুটি হেলমেট ফ্রি দেওয়া বাধ্যতামূলক…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9