গুচ্ছ ভর্তি প্রক্রিয়া নিয়ে খুবির জরুরি নির্দেশনা

খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

গুচ্ছভুক্ত খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য জরুরি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার সপ্তম রাউন্ডে মনোনীত (নতুন) শিক্ষার্থীদের গুচ্ছের ওয়েবসাইটের মাধ্যমে আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রাথমিক ভর্তি ফি প্রদান করতে হবে। বুধবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনে উপস্থিত হয়ে জমা প্রদান করতে হবে।

আরো পড়ুন: গুচ্ছের সপ্তম আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশনে ভর্তি শেষ আজ

ইতোমধ্যে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকলে পুনরায় ভর্তি হবার প্রয়োজন নেই। কোটা শিক্ষার্থীদের পুরনাঙ্গ ভর্তি গত ২২ ডিসেম্বর প্রকাশিত নির্দেশনা অনুযায়ী হবে।


সর্বশেষ সংবাদ