বেরোবি বাসের তেল চুরি করে ধরা তিন কর্মচারী

বেরোবি
বেরোবি  © সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাস থেকে তেল চুরি করে খোলা দোকানে বিক্রি করার সম পুলিশের হাতে ধরা পড়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের দুই চালকসহ এক সহযোগী। তারা হলেন.বাসচালক আজিজুর রহমান ও উবাইদুল ইসলাম এবং সহকারী শ্রী মিলন কুমার দাস।

রোববার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টায় রংপুরের মর্ডান মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, তারা বাস থেকে তেল বের করে বিশ্ববিদ্যালয়ের অদূরে মডার্ন মোড় এলাকার একটি দোকানে বিক্রি করতে যান।

এসময় টহলরত পুলিশ তাদের সন্দেহ করেন। পরে তাদের আটক করেন, জব্দ করা হয় তেল। এরপর টহলরত পুলিশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তাদের হস্তান্তর করেন। পরে গভীর রাতে বিশ্ববিদ্যালয় প্রক্টর তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেন।

আরও পড়ুন: একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুম আজিজ আর নেই

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, বিষয়টা খুবই নিন্দনীয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।

উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ বলেন, আমি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো


সর্বশেষ সংবাদ