তুরস্কে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান  © সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তুরস্কের ইস্কেসাহির আনাদোলু বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সই হয়েছে।

রোববার (৯ অক্টোবর) আনাদোলু বিশ্ববিদ্যালয়ের রেক্টর প্রফেসর ড. ফুয়াত এরদালের কাছে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান, এনডিসি দূতাবাসের সভাকক্ষে সমঝোতা স্মারক হস্তান্তর করেন।

এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে উভয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উভয় দেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা ও গবেষণা করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন কাতারে

রাষ্ট্রদূতের আমন্ত্রণে রেক্টর প্রফেসর ড. ফুয়াত এরদাল সমঝোতা স্মারক বাস্তবায়নে উভয় বিশ্ববিদ্যালয়ের সমর্থন প্রত্যাশা করেন। তুরস্ক-বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত মস্য়ূদ মান্নান, এনডিসি তার বক্তব্যে উল্লেখ করেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দু’দেশের মধ্যে একাডেমিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং দুই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তুরস্ক-বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন হবে। তিনি বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের ঐতিহাসিক, ধর্মীয় এবং সামাজিক প্রেক্ষাপট পুনর্ব্যক্ত করেন। সবশেষে তিনি ছুটির দিনে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।

পরিশেষে আব্দুল করিম কুজু মসজিদের প্রধান ইমাম রাসিম দুরান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।


সর্বশেষ সংবাদ