জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ কবে? যা জানাল পিএসসি

সরকারি কর্ম কমিশন (পিএসসি)
সরকারি কর্ম কমিশন (পিএসসি)  © সংগৃহীত

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশের কাজ শেষ করতে পারেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ফলে পদপ্রত্যাশীরা বিভিন্ন সময়ে চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবি জানিয়ে আসছে। পিএসসির সাবেক কমিশনের সময়ে চূড়ান্ত ফল প্রকাশের কথা থাকলেও নানা জটিলতায় সেটি একাধিকবার পিছিয়ে যায়।

পিএসসি সূত্রে জানা গেছে, জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের চূড়ান্ত ফল আরও আগে প্রকােশের কথা থাকলেও সাম্প্রতিক পিএসসির সাবেক চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও অন্য সদস্যরা পদত্যাগ করলে ফলাফল প্রকাশের সময় পিছিয়ে যায়। এরমধ্যে পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম ও চার সদস্য শপথ নেয়ার পর পুনরায় কাজ শুরু করে সাংবিধানিক এই সংস্থাটি। কাজ চলমান থাকলেও জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের চূড়ান্ত ফলাফল এখনও প্রস্তত হয়নি।

তবে পিএসসি সূত্রে জানা গেছে, ফল প্রকাশের কার্যক্রম সম্পন্ন না হলেও চলতি মাসের মধ্যে শেষ করতে চায় কমিশন। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনি বলা যাচ্ছে না। সাবেক চেয়ারম্যানসহ কমিশনের সদস্যরা পদত্যাগ করলে পিএসসির কার্যক্রম অনেকটা থমকে যায়। বিভিন্ন নিয়োগ পরীক্ষার খাতাসহ গুরুত্বপূর্ণ বিষয়াদি ভল্টে লক অবস্থায় রয়েছে। এর পাসওয়ার্ড সাবেক দায়িত্বপ্রাপ্ত সদস্যদের কাছে থাকায় কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছিল না। তবে এখন সেই শঙ্কা কেটে গেছে। তবে পদপ্রত্যাশীদের অল্প কয়েকদিন ধৈর্য রাখার আহ্বান জানায় কমিশন।

জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশের বিষয়ে তথ্য জানতে সোমবার (২৫ নভেম্বর) পিএসসিতে গেলে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান দ্যা ডেইলি ক্যম্পাসকে বলেন, ‘আমরা অফিসিয়ালি জেনেছি, জুনিয়র ইন্সট্রাক্টরদের ফলাফল দ্রুতই প্রকাশের বিষয়ে কাজ করছে কমিশন। তবে আমাকে নির্দিষ্ট তারিখ কিংবা দিনক্ষণ জানানো হয়নি।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘কমিশন চলতি নভেম্বরের মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশের চেষ্টা করছে। পুরোনো কমিশন পদত্যাগের পর নতুন কমিশন গঠন এবং শপথ গ্রহণ কাজে কিছুটা বিলম্ব হয়েছে। এই মূহুর্তে ফলাফল প্রকাশের কাজ পুরোদমে চলছে।’

এর আগে গত ৪ ফেব্রুয়ারি থেকে জুনিয়র ইন্সট্রাক্টরদের মৌখিক পরীক্ষা শুরু হয়। কয়েক ধাপে অনুষ্ঠিত হওয়া এ পরীক্ষা গত ২৭ মে শেষ হয়েছে। জানা গেছে, পলিটেকনিক ইনস্টিটিউট ও টিএসসিতে ৪৪ ক্যাটাগরিতে ৩ হাজার ২০০ জুনিয়র ইন্সট্রাক্টর নিয়োগ দেওয়া হবে। এজন্য ৭ হাজার ৪০০ প্রার্থীর কাছে গত বছরের মে মাসে কাগজপত্র জমা নেয় পিএসসি। প্রথম দুই ধাপে প্রায় ৫ হাজার ৮০০ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। শেষ ধাপে এক হাজার ৬০০ প্রার্থীর ভাইভা নিয়েছে পিএসসি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence