সব পাইলটদের এসএসসি-এইচএসসি পরীক্ষার সনদ যাচাই করবে বেবিচক

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)  © লোগো

দেশীয় এয়ারলাইন্সগুলোর পাইলটদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ যাচাই করার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একইসঙ্গে সনদগুলো বেবিচকে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৯ মার্চ বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্সের সদস্য এয়ার কমোডোর শাহ কাওসার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত ওই চিঠি এয়ারলাইনসগুলোর দফতরে পাঠানো হয়। সেইসঙ্গে চার্টার্ড ফ্লাইট, হেলিকপ্টার ফ্লাইট পরিচালনাকারী ও ফ্লাইং একাডেমিকেও ওই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সিভিল এভিয়েশন আইনের ৮৪ ধারার ২৩ (১) অনুযায়ী সব পাইলটকে কমপক্ষে এসএসসি পাস হতে হবে। একই আইনের ২৪ (১) এবং ২৬ (১) ধারা অনুযায়ী সব পাইলটকে এইচএসসি পাস করতে হবে পদার্থবিদ্যা ও গণিত বিষয় নিয়ে।

এ লক্ষ্যে আগামী ৩১ মে’র মধ্যে সব অপারেটর তাদের পাইলটদের এসএসসি ও এইচএসসি সার্টিফিকেট যাচাই-বাছাই করে জমা দেবে।


সর্বশেষ সংবাদ