ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্রিকার্স কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্রিকার্স কাপ-২০২২ এর চ্যাম্পিয়ন দল
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্রিকার্স কাপ-২০২২ এর চ্যাম্পিয়ন দল   © টিডিসি ফটো

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্রিকার্স কাপ-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৬ সেপ্টেম্বর) সুজুকি বাংলাদেশ এর পৃষ্ঠপোষকতায়  ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের আয়োজনে রাজধানীর আফতাবনগর মাঠে এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। 

ক্রিকার্স কাপ ২০২২ এর এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) এবং রানার্স আপ হয়েছে ডিপার্টমেন্ট অফ ফার্মেসী। 

গত ১লা সেপ্টেম্বর ক্রিকার্স কাপের মোড়ক উন্মোচন করেন ইস্ট ওয়েস্ট  বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইশফাক এলাহী চৌধুরী ও সুজুকি বাংলাদেশের সিইও একেএম তৌহিদুর রহমান ৷ এ খেলায় অংশগ্রহণ করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টর মোট ১৩ টি দল।  

আরও পড়ুন: ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

খেলার আয়োজন সম্পর্কে জানতে চাইলে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মন ও মানসিকতার বিকাশ ঘটায়, সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।

এ সময় তিনি আরও বলেন,  আমাদের যুব সমাজ তথা শিক্ষার্থীরা খেলাধুলায় অংশ না নিতে পেরে মাদকাসক্ত ও হতাশাগ্রস্ত হয়ে যায়, তাই আমরা চাচ্ছিলাম আমাদের শিক্ষার্থীরা যেন খেলাধুলায় ফোকাস করে ও ভুল পথে না যায়, তার-ই ধারাবাহিকতায় আমাদের এ আয়োজন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্রিকার্স কাপ ২০২২ এর সর্বোচ্চ রান সংগ্রহকারী নূরুল ইসলাম ফাহিম বলেন, খেলাধুলা এক ধরনের শারীরিক ব্যায়াম, লেখাপড়ার পাশাপাশি সবার উচিত নিয়মিত খেলাধুলা করা, এতে আমাদের শরীর ও মন ভালো থাকে। ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুরষ্কার বিতরণ ও ট্রফি তুলে দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ