৩ মাস ধরে নিখোঁজ থাকা বিইউবিটির সেই ছাত্র জঙ্গি সন্দেহে গ্রেপ্তার

২৪ জুলাই ২০২২, ১০:৪২ AM
ইফাজ আহমেদ চৌধুরী

ইফাজ আহমেদ চৌধুরী © ফাইল ফটো

রাজধানীর মিরপুর থেকে নিখোঁজের তিন মাসের বেশি সময় পর খোঁজ মিলেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থী ইফাজ আহমেদ চৌধুরীর। এক সপ্তাহ আগে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট জঙ্গি সন্দেহে তাকে গ্রেপ্তার করে। ইফাজ আহমেদসহ তিনজনকে যাত্রাবাড়ী এলাকা থেকে আটকের পর সন্ত্রাসবিরোধী আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গতকাল শনিবার ইফাজের পরিবার গ্রেপ্তারের বিষয়টি জানতে পেরেছে বলে জানিয়েছেন নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া।

এর আগে গত ১১ এপ্রিল ইফাজ মিরপুর থেকে নিখোঁজ হন উল্লেখ করে মিরপুর থানায় জিডি করেছিলেন তার মা জান্নাতুল ফেরদৌস। ইফাজ বিইউবিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পরিবারের সঙ্গে মিরপুর–২ নম্বরের বসতি হাউজিং এলাকায় বসবাস করতেন।

সিটিটিসির একজন কর্মকর্তা বলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ইফাজ আহমেদ। গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জুলাই রাতে যাত্রাবাড়ী এলাকা থেকে তাঁকেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সেখানে পোপন বৈঠক করছিলেন। পরদিন ১৭ জুলাই যাত্রাবাড়ী থানায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় তিনি এখন কারাগারে।

ওই কর্মকর্তার ভাষ্য, ইফাজসহ গ্রেপ্তার ব্যক্তিরা গোপন অ্যাপসের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করতেন। তাদের কাছ থেকে তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে জঙ্গি সংগঠনের জন্য সদস্য সংগ্রহ, রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডা প্রচার, জঙ্গি অর্থায়ন এবং নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ আনা হয়েছে।

জিডির তদন্ত কর্মকর্তা এসআই গোলাম কিবরিয়া বলেন, ইফাজের খোঁজ মিলেছে বলে তার পরিবার জানিয়েছে। এর বেশি কিছু জানা নেই।

এ বিষয়ে জিডিতে উল্লেখিত ইফাজের মা জান্নাতুল ফেরদৌসের মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে।

তারেক রহমানের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্রদল নেতাকে শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
৩৫ লাখের মধ্যে ১৭ লাখ শিশুর জন্মই অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
অধিভুক্ত কলেজগুলোতে কম্পিউটার সায়েন্স কোর্সে খণ্ডকালীন শিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ছাত্রদল
  • ২৯ জানুয়ারি ২০২৬