ট্রাকের ধাক্কায় গুরুতর আহত নর্দান ছাত্র, সাহায্য আবেদন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২০, ০৯:১৭ PM , আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০, ০৯:১৭ PM
রাজধানীর টঙ্গীর প্রত্যাশা ব্রিজ এলাকার সড়কে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. আল-আমিন সাদি। সাদির চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন তার সহপাঠিরা।
মো. আল-আমিন সাদি নর্দান ইউনিভার্সিটির বিএসসি ইন টেক্সটাইল ডিপার্টমেন্টের শেষ বর্ষের শিক্ষার্থী। সাদির সহপাঠি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিক ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৬ ডিসেম্বর রাতে টঙ্গীর প্রত্যাশা ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কা লেগে তিনি মারাত্মক আহত হন।
আশিক বলেন, পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হলে অবস্থা খারাপ দেখে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেই থেকে তিনি আইসিইউতে ভর্তি আছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, সাদির উন্নত চিকিৎসা প্রয়োজন। তার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে।
সাদির পরিবারের আর্থিক অবস্থা খারাপ জানিয়ে আশিক বলেন, তার বাবা প্যারালাইজড হয়ে বিছানা থেকে উঠতে পারছেন না। এদিকে সাদিই পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি। পরিবারের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে আমরা শিক্ষার্থীরা তার জন্য ফান্ড গঠন করেছি। আজকেও ৪০ হাজার টাকা দেয়া হয়েছে।
আলামিন সাদিকে সহায়তা করতে নিচের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে-
01759758046 (bkash)
017597580465 (rocket)