গ্রিন ইউনিভার্সিটিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

রক্তের অভাবে যেন একটি প্রাণও না ঝরে

১৪ অক্টোবর ২০১৯, ০৬:৩৮ PM
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন © টিডিসি ফটো

“আর যেন একটি প্রাণও ঝরে না যায় রক্তের অভাবে” স্লোগানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা। গ্রিন ব্লাড ক্লাব, ইউথ ক্লাব অব বাংলাদেশ ও বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের যৌথ উদ্যোগে সোমবার এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজনে থ্যালাসেমিয়া সচেতনতা নিয়ে একটি সেমিনারও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদুল্লাহ, থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের সিইও ড. ইকরামুল হোসাইন, ব্লাড ক্লাবের মডারেটর মোহাম্মদ আমিনুর রহমান, মেডিকেল অফিসার ডা. নেওয়াজ মোরশেদ প্রমুখ। ব্লাড ক্লাব সভাপতি মো. তানভীর আদনান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বক্তারা বলেন, বাংলাদেশে প্রতিবছর পাঁচ লাখ ব্যাগ রক্ত প্রয়োজন হলেও মাত্র ২৫ শতাংশ স্বেচ্ছাসেবী রক্তদাতার মাধ্যমে আসে। ৫০ শতাংশ রিপ্লেসমেন্ট ডোনার বা আত্মীয়স্বজন এবং বাকি ২৫ শতাংশ পেশাদার রক্তদাতার কাছ থেকে সংগৃহীত হয়। আশার দিক হলো। স্বেচ্ছায় রক্ত দেওয়ার আগ্রহ মানুষের মাঝে দিন দিন বেড়েই চলেছে।

প্রসঙ্গত, গত ৪ বছরে বিভিন্ন সরকরি-বেসরকারি হাসপাতাল ও মেডিকাল সেন্টারে প্রায় তিন হাজার ব্যাগ রক্ত দান করেছে গ্রিন ব্লাড ক্লাবের সদস্যরা।

জামায়াত নেতাকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ১১ দলের প্রার্থী!
  • ৩০ জানুয়ারি ২০২৬
নিখোঁজের ৩ দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াত প্রার্থী-বিএনপি নেতাদের শোকজ
  • ৩০ জানুয়ারি ২০২৬
ঘুম থেকে ওঠার সেরা সময় কোনটি?
  • ৩০ জানুয়ারি ২০২৬
অভিনয়ে বছরের প্রথম পুরস্কার পেলেন জয়া আহসান
  • ৩০ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, স্বেচ্ছাসেবক দলের ৬ নেতাকর্মী বহিষ্কার
  • ৩০ জানুয়ারি ২০২৬