প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যার দায় স্বীকার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:১০ PM , আপডেট: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:১০ PM

রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি আল কামাল শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ বুধবার (২৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দেন আসামি তিনি। শুনানি শেষে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, রিমান্ডে থাকাকালীন আল কামাল শেখ স্বেচ্ছায় হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করেন।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক এ কে এম মঈন উদ্দিন তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল বনানীতে ছুরিকাঘাতে নিহত হন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ। ঘটনাটি রাজধানীতে চাঞ্চল্যের সৃষ্টি করে। হত্যাকাণ্ডের কারণ এবং ঘটনার পেছনের মোটিভ খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।