সমাবর্তনে উচ্ছ্বসিত অভিনেত্রী কেয়া পায়েল

অভিনেত্রী কেয়া পায়েল
অভিনেত্রী কেয়া পায়েল  © টিডিসি ফটো

শিক্ষা জীবনের সবগুলো ধাপ পেরিয়ে যেকোনো শিক্ষার্থীর কাছে সবচেয়ে প্রত্যাশিত মুহূর্ত সনদ গ্রহণের উৎসব ‘সমাবর্তন’। এর মধ্য দিয়ে শিক্ষা জীবনের আনুষ্ঠানিক পাঠ সম্পন্ন করেন তারা। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সাউথইস্ট ইউনিভার্সিটির ৮ম সমাবর্তনে তেমনই শিক্ষা জীবনের পাঠ চুকালেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। এসময় তাকে বাবা-মায়ের সাথে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে।

কেয়া পায়েল বলেন, সমাবর্তন পেয়ে অনেক বেশি আনন্দিত। আমার বিশ্ববিদ্যালয় জীবনের গল্পটা খুব সীমিত সময়ের। কারণ বিশ্ববিদ্যালয় জীবনের অনেক বড় একটা সময় করোনা মহামারির মধ্যে কেটেছে। এই জন্যে বিশ্ববিদ্যালয় জীবন আমি পুরোপুরিভাবে উপভোগ করতে পারিনি। যেটা আমার সবসময় আফসোস হয়। আমি স্টুডেন্ট লাইফটাকে সবচেয়ে বেশি এনজয় করি।

তিনি আরো বলেন, পর্দায় আমাকে প্রায়ই দুষ্টুমির চরিত্রে দেখা যায় বাস্তব জীবনেও আমি তাই। আমি যাদের সাথে ক্লাস করতাম তারা সবাই জানে আমি কি পরিমাণ যন্ত্রণা দিতাম তাদের। আজকের এই ডিগ্রি অর্জনের পেছনে সবচেয়ে বেশি কর্তৃত্ব আমার বাবা-মায়ের। তারা সব সময়ই চেয়েছে আমি যাতে পড়াশোনাটা করি। আজকের এদিনে আমার থেকে সবচেয়ে বেশি গর্ববোধ করছে আমার বাবা-মা।

পরবর্তী পরিকল্পনা নিয়ে তিনি বলেন, পড়াশোনা নিয়ে সামনে আরো পরিকল্পনা আছে। সামনে ইচ্ছে আছে আরো বড় কিছু করতে।

এর আগে, সমাবর্তনে বিভিন্ন বিভাগের মোট ১৯২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চন্দ্রিমা চক্রবর্তী, ফার্মেসি বিভাগের আরিফুল করিম, বিবিএ বিভাগের রেমা রাণী পল, ফার্মেসি বিভাগের সুমাইয়া আক্তার এবং ফার্মেসি বিভাগের হাবিবা খানম লুবনা তাদের স্নাতক ডিগ্রি ৪.০ নিখুঁত সিজিপিএ (CGPA) সহ সম্পন্ন করেন এবং সম্মানজনক চ্যান্সেলর্স স্বর্ণপদক অর্জন করেন। এছাড়া, সর্বোচ্চ সিজিপিএ ভিত্তিতে নির্বাচিত বিভিন্ন বিভাগের ২৭ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করা হয়। সমাবর্তন সভাপতি জনাব মো. তৌহিদ হোসেন গ্রাজুয়েটদের হাতে চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন, আর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন। চন্দ্রিমা চক্রবর্তী সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন।

সাউথইস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম নৈতিক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের কেবল বস্তুগত সাফল্যের বাইরে গিয়ে চিন্তাভাবনা করার আহ্বান জানান।

সমাবর্তন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.)।

সমাবর্তনে সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, অ্যাকাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সদস্যগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ