টাইমস হায়ার এডুকেশন সাউথ-ইস্ট এশিয়া সামিটে অংশ নিয়েছেন এনএসইউ উপাচার্য

টাইমস হায়ার এডুকেশন সাউথইস্ট এশিয়া সামিট
টাইমস হায়ার এডুকেশন সাউথইস্ট এশিয়া সামিট  © টিডিসি ফটো

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী মালয়েশিয়ার কুয়ালালামপুরে টাইমস হায়ার এডুকেশন সাউথইস্ট এশিয়া সামিট ২০২৪ প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করেছেন।  

২৬-২৭ নভেম্বর অনুষ্ঠিত এই সম্মেলনে দক্ষিণ-পূর্ব এশিয়ার একাডেমিয়া, শিল্প ও নীতি বিশেষজ্ঞরা উচ্চশিক্ষায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পদক্ষেপসমূহ নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী মেধা পাচার রোধে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্নাতকদের কর্মসংস্থান তৈরি, গবেষণা সহযোগিতা ও উচ্চশিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিতের উপর জোর দেন। বাংলাদেশের প্রেক্ষাপটে এ সকল সমস্যা সমাধানে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নর্থ সাউথ ইউনিভার্সিটি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। 

এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা বৈশ্বিক পরিমন্ডলে উচ্চশিক্ষায় সহযোগিতামূলক পদক্ষেপের অঙ্গীকার তুলে ধরেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রমবর্ধমান তরুণ জনগোষ্ঠীকে চাকরির বাজারে দক্ষ কর্মশক্তিতে পরিণত করতে বিশ্ববিদ্যালয়গুলো অবদান রাখছে বলে উল্লেখ করেন বিশেষজ্ঞরা। 

সামিটে অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরীর অংশগ্রহণ ভবিষ্যত নেতৃত্ব তৈরিতে নর্থ সাউথ ইউনিভার্সিটির অঙ্গীকার ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। 


সর্বশেষ সংবাদ