ব্র্যাকের নতুন ভিসি অধ্যাপক সৈয়দ ফরহাত আনোয়ার

অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার
অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার  © সংগৃহীত

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ারকে।

রাষ্ট্রপতি ও আচার্যের আদেশক্রমে উপসচিব ড. মো. ফরহাদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়,  ভাইস চ্যান্সেলর পদে ড. সৈয়দ ফরহাত আনোয়ারের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।

তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


সর্বশেষ সংবাদ