বাসন্তী রঙে সেজেছে ইন্ডিপেন্ডেট বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো
‘ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান…, আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহা আজি এ বসন্তে…’। প্রকৃতি খুলে দিয়েছে দক্ষিণ দুয়ার। সে দুয়ারে বইছে ফাগুনের হাওয়া। ফাগুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। ঋতুরাজকে স্বাগত জানাতেই প্রকৃতির আজ এত বর্ণিল সাজ।
বসন্তের এই আগমনে প্রকৃতির সঙ্গে তরুণ হৃদয়েও লেগেছে দোলা। প্রতিবারের মতো এবারও ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে নতুন সাজে সেজেছে ইন্ডিপেন্ডেট বিশ্ববিদ্যালয়। বসন্ত বরণে ভোর থেকেই এখানে চলছে উৎসব, বাড়তি বিশেষণ যেন যোগ করছে ভালোবাসা দিবস। লাল-হলুদে পুরো ক্যাম্পাসই যেন পরিণত হয়েছে ফুল বাগানে। পোশাকে, হাতে, মুখে সর্বত্র বাসন্তী রঙের ছোঁয়া। পথে পথে আলপনা।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে মহাসমারোহ ও বহু-বর্ণিল সাজে শুরু হয় বসন্তের বরণ পর্ব। আয়োজন উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. তানভীর হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা অনুষ্ঠান উপভোগ করেন।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বরে কেউ বন্ধু-বান্ধবীর সঙ্গে, কেউবা প্রিয় মানুষটির সঙ্গে, কেউবা পরিবারের সঙ্গে উৎসবে মেতে উঠেছেন। সবাই একে অপরের সঙ্গে বিনিময় করেছে বসন্তের শুভেচ্ছা। গল্প-আড্ডায় ব্যস্ত সময়