ক্লাস-পরীক্ষায় নিয়মিত অংশ নেওয়ার চেষ্টা করতাম: মাহমুদুল্লাহ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১০:৫৭ AM , আপডেট: ২১ মার্চ ২০২৩, ১০:৫৭ AM
বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন বাংলাদেশের তারকা খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ। মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ডিগ্রি সম্পন্ন করেছেন তিনি। আনুষ্ঠানিকভাবে পোস্ট-গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করেছেন রিয়াদ। তবে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলা মাহমুদুল্লাহর সমাবর্তনে অংশগ্রহণ করা হয়নি তার। আনুষ্ঠানে অংশগ্রহন না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদুল্লাহ শিক্ষক ও এআইইউবিকে ধন্যবাদ জানিয়েছেন।
মঙ্গলবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোষ্ট করেন মাহমুদুল্লাহ রিয়াদ।
পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর আশীর্বাদ এবং আমার সত্যিকারের নিষ্ঠার সাথে আমি সবসময় আমার ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষায় নিয়মিত উপস্থিত থাকার চেষ্টা করেছি। যদিও পেশাদার ক্রিকেটার হওয়া কঠিন ছিল।
কিন্তু আমি এআইইউবি থেকে আমার স্নাতকোত্তর মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) সম্পন্ন করেছি। দুর্ভাগ্যবশত আমি আমার ক্রিকেট ম্যাচের কারণে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে পারিনি। আমার শ্রদ্ধেয় শিক্ষক ও কে এআইইউবিকে ধন্যবাদ।
জানা গেছে, চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ডিপিএলের খেলা থাকায় তিনি সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেননি।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদুল্লাহ’র সমাবর্তন নিয়ে ভুল নিউজ ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কায়সার মিষ্টি। সোমবার তিনি তার ফেসবুকের এক পোস্টে লেখেন, এআইইউবি থেকে মাহমুদুল্লাহ এমবিএ (পোস্ট-গ্র্যাজুয়েশন) শেষ করেছেন। আলহামদুলিল্লাহ।
তিনি আরও লিখেছেন, কিছু লোকজন তার গ্র্যাজুয়েশন শেষ করেছেন বলে ফেইক নিউজ ছড়াচ্ছেন। দয়া করে সংশোধন করে নিন।
উল্লেখ্য, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ২০০৯-১০ সেশন থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি সম্পন্ন করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। জাতীয় দলের আরেক ক্রিকেটার এনামুল হক বিজয়ও গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। সাকিবের সঙ্গে তাকেও দেখা গেছে সমাবর্তনের মঞ্চে।