সংঘর্ষের জেরে কাল-পরশুও বন্ধ থাকবে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়

১৪ মার্চ ২০২৩, ০৪:৩৩ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১০ AM

© ফাইল ছবি

ঢাকার আশুলিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ক্লাস-পরীক্ষা আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে। গতকাল সোমবার রাতে আশুলিয়ার চারাবাগ ও কুমকুমারি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে, সংঘর্ষের পরপরই রাতে পরদিন অর্থাৎ আজ মঙ্গলবার ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। সংঘর্ষের পর আজ বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকার মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শেখ আলেউর রহমান জানান, পরিস্থিতি বিবেচনা করে আগামী শুক্রবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। শনিবার থেকে যথারীতি চালু হবে। এখন সব বিভাগে মিডটার্ম পরীক্ষা চলছে। মূলত এসব পরীক্ষা বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক জানান, বিকেলের দিকে দুইদিন ছুটি বাড়ানো বিষয়টি জানিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে আগামীকাল বুধবার এবং পরশু বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। শুক্রবার যেহেতু ছুটির দিন তাই শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু হবে।

এবার দুদকের জালে সাংবাদিক আনিস আলমগীর, আরেক মামলায় গ্রেফতার…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার
  • ২৮ জানুয়ারি ২০২৬
‘ছাত্রশিবির জেগে উঠলে পালানোর জায়গা পর্যন্ত পাবেন না’
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের আগেই পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা, …
  • ২৭ জানুয়ারি ২০২৬
সমাবর্তনের সামনে শিক্ষার্থীরা, পেছনে শিক্ষকরা— প্রশংসায় ভাস…
  • ২৭ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার গলা টিপে শূন্যে তোলা বিএনপির প্রার্থীর ছেলেকে…
  • ২৭ জানুয়ারি ২০২৬