নবীনদের বরণ করে নিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

শুক্রবার বিকেলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠিত হয়
শুক্রবার বিকেলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠিত হয়  © সংগৃহীত

রাজধানীর বারিধারায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ২০২৩ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১০ মার্চ) বিকেলে বারিধারা ডিওএইচএস কনভেনশন হল-৩ এ বর্ণাঢ্য আয়োজনের ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে সকলের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুনিরুজ্জামান এর সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন নাভিদস কমেডি ক্লাবের ফাউন্ডার এন্ড সিইও কৌতুক অভিনেতা এবং কলাম লেখক নাভিদ মাহবুব।

আরও পড়ুন: বাংলাদেশ এখন শতভাগ ডিজিটাল: প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোঃ রুহুল আমিন, ইউনিভার্সিটি এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আনিসুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড আবুল লাইস এমএস হক, বিজনেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো: মুজাক্কীরুল হুদা, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. মোঃ সুলতানুল ইসলাম, ইংরেজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো: হাবিবুল্লাহ। 

ভবিষ্যত সুনাগরিক হিসাবে গড়ে উঠতে এবং জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে দেশের উন্নয়ন ও সমাজসেবা মূলক কর্মকান্ডে সম্পৃক্ত হবার জন্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন বক্তাগণ।

আরও পড়ুন: ওএমআর দেখা শেষ করেছে বুয়েট, ফল হতে পারে কাল

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডমিশন এন্ড প্রমোশন ডিপার্টমেন্টের হেড মোঃ আব্দুল গাফফার, অফিস অব দ্যা স্টুডেন্টস এফেয়ার্স এন্ড ক্যারিয়ার সার্ভিসেস এর হেড মোহাম্মদ মঞ্জুরুল হক খান এবং বিভিন্ন বিভাগের প্রোগ্রাম ডিরেক্টর, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানটির শেষাংশে গায়িকা মাশা ইসলাম এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কালচারাল ক্লাব সদস্যদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক পরিবেশনা ও র‌্যাফেল ড্র এর মধ্য দিয়ে সমাপ্ত হয়। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence