সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসে ফটোসেশন © সংগৃহীত
বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২২তম সমাবর্তন আগামীকাল বৃহস্পতিবার (২ মার্চ) অনুষ্ঠিত হবে। আফতাবনগর খেলার মাঠে এবারের সমাবর্তন অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষার্থীদের ডিগ্রি প্রদাণ করবেন। এ সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তরের ২ হাজার ৩৫১ জন শিক্ষার্থীকে সনদ দেয়া হবে।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর সম্মানীয় ফেলো ও বিশিষ্ট্য রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. রওনক জাহান। আরও বক্তব্য রাখবেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান।
সমাবর্তনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে স্বর্ণপদক প্রদান করা হবে তিনজন শিক্ষার্থীকে। তারা হলেন- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকোত্তর ডিগ্রিধারী সামিয়া বিনতে হাসান; একই বিভাগের স্নাতক ডিগ্রিধারী সুমনা ইয়াসমিন এবং ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের স্নাতক ডিগ্রিধারী ফারহানা হক মাহি।