একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বুটেক্স সাংবাদিক সমিতির শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন বুটেক্স সাংবাদিক সমিতির
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছেন বুটেক্স সাংবাদিক সমিতির   © টিডিসি ফটোশহীদ

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের বেদিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বুটেক্সসাস)।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন বুটেক্স সাংবাদিক সমিতির সভাপতি ফরমান হোসেন, সাধারণ সম্পাদক মিনহাজ উল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রিয়াজ, কোষাধ্যক্ষ আব্দুল্লাহিল কাফিসহ প্রমুখ।

আরো পড়ুন: মাতৃভাষা ইনস্টিটিউটকে গবেষণায় ফেলোশিপ চালু করার নির্দেশ

উল্লেখ্য, ১৯৫২ সালের এ দিনে ১৪৪ ধারা ভেঙে বাংলা ভাষা রক্ষার আন্দোলনে নেমে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন। তাদের সাহসিকতা ও বুকের তাজা রক্তের বিনিময়ে ওই দিন মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে পেরেছিল বাঙালি জাতি।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো—‘বহুভাষায় শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষাব্যবস্থা রূপান্তরের প্রয়োজনীয়তা’।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence