বর্ণাঢ্য আয়োজনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির বসন্ত উৎসব
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির বসন্ত উৎসব  © টিডিসি ফটো

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ফার্মেসী বিভাগের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মাঠে এ বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। 

সরেজমিনে দেখা যায়, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ক্যাম্পাস। উৎসব উপলক্ষে আনন্দে মেতে উঠেছেন সকলে। বসন্তের আমেজে নিজেদের সাজিয়েছেন বাহারি রঙের পোশাকে। অনেকেই নিজেদের পরিবারের সদস্যদেরসহও অংশ নিয়েছেন উৎসবে। 

দিনব্যাপী এ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বসন্ত মেলারও আয়োজন করা হয়। মেলা উপলক্ষে ক্যাম্পাস প্রাঙ্গণে নানা ধরণের খাবার সামগ্রী যেমন-  পিঠা-পুলি, পায়েস, ফুচকা, ঝালমুড়ি, পানি পুড়ির পসরা বসে। অপরদিকে, অনুষ্ঠান মঞ্চে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় বিভিন্ন রকমের খেলাধুলা। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ বসন্ত বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য প্রফেসর ড. এম শাহীন খান, জনাব সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, জনাব সুলতানা পারভীন, জনাব সেলিনা বেগম, রেজিস্ট্রার জনাব মো: আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো: কামরান চৌধুরী, ফার্মেসী বিভাগের এডভাইজর প্রফেসর ড. মো: আসলাম হোসেন, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান আসমা কবিরসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কোঅর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ অনুসারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অনুমোদন পাওয়ার পর ১৮ আগস্ট ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রথম নারী উপাচার্য অধ্যাপক আনোয়ারা বেগম ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য।


সর্বশেষ সংবাদ