বর্ণাঢ্য আয়োজনে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসব

ফার্মেসী বিভাগ
অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির বসন্ত উৎসব

অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ফার্মেসী বিভাগের উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মাঠে এ বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। 

সরেজমিনে দেখা যায়, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ক্যাম্পাস। উৎসব উপলক্ষে আনন্দে মেতে উঠেছেন সকলে। বসন্তের আমেজে নিজেদের সাজিয়েছেন বাহারি রঙের পোশাকে। অনেকেই নিজেদের পরিবারের সদস্যদেরসহও অংশ নিয়েছেন উৎসবে। 

দিনব্যাপী এ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বসন্ত মেলারও আয়োজন করা হয়। মেলা উপলক্ষে ক্যাম্পাস প্রাঙ্গণে নানা ধরণের খাবার সামগ্রী যেমন-  পিঠা-পুলি, পায়েস, ফুচকা, ঝালমুড়ি, পানি পুড়ির পসরা বসে। অপরদিকে, অনুষ্ঠান মঞ্চে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় বিভিন্ন রকমের খেলাধুলা। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ বসন্ত বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য প্রফেসর ড. এম শাহীন খান, জনাব সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, জনাব সুলতানা পারভীন, জনাব সেলিনা বেগম, রেজিস্ট্রার জনাব মো: আব্দুল কাইউম সরদার, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো: কামরান চৌধুরী, ফার্মেসী বিভাগের এডভাইজর প্রফেসর ড. মো: আসলাম হোসেন, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান আসমা কবিরসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কোঅর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ অনুসারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে অনুমোদন পাওয়ার পর ১৮ আগস্ট ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রথম নারী উপাচার্য অধ্যাপক আনোয়ারা বেগম ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য।