আবুল খায়ের গ্রুপে বড় নিয়োগ, নেবে প্রাইম সেলস অফিসার

প্রাইম সেলস অফিসার নিয়োগে আবেদন চলছে আবুল খায়ের গ্রুপে
প্রাইম সেলস অফিসার নিয়োগে আবেদন চলছে আবুল খায়ের গ্রুপে   © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটি ‌‘প্রাইম সেলস অফিসার (পিএসও)’ পদে ১০০ কর্মী নিয়োগে ২৯ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। বিভিন্ন কেন্দ্রে ২ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কেন্দ্রে নির্ধারিত তারিখে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ;

পদের নাম: প্রাইম সেলস অফিসার (পিএসও);

পদসংখ্যা: ১০০টি;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: ১৫,০০০-২২,০০০ টাকা;

আরও পড়ুন: দারাজ বাংলাদেশে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১০০০, কর্মস্থল নিজ জেলা

অন্যান্য সুযোগ-সুবিধা: টিএ/ডিএ বিল, মোবাইল বিল, নগর ভাতা, গ্রেড ও প্রোডাক্টভিত্তিক ইনসেন্টিভ, উৎসব ভাতা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা; 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে; 

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে; 

আর ও পড়ুন: এইচএসসি পাসেই সেলস অফিসার নিয়োগ দেবে সজীব গ্রুপ, পদ ২০, আবেদন অনলাইনে

আবেদনের যোগ্যতা—

*স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে;

*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন);

আরও পড়ুন: অফিসার নেবে আগোরা লিমিটেড, সাপ্তাহিক  ২ দিন ছুটিসহ দেবে নানা সুবিধা

মৌখিক পরীক্ষার সময়

প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।

ঠিকানা: আবুল খায়ের অফিস, শান্তিনগর আবাসিক এরিয়া, পুরাতন গরুর বাজার, খাগড়াছড়ি সদর;

তারিখ: ২ অক্টোবর;

ঠিকানা: জামাল কামাল হাউজ, আদর্শ সদর উপজেলা গেট, কুচাইতলী মেডিকেল রোড, কুমিল্লা; 

তারিখ: ২ ও ৯ অক্টোবর;

ঠিকানা: ঐশী ভিলা, মুনাফ চেয়ারম্যান ঘাটা, কেরানিহাট, বান্দরবান রোড, সাতকানিয়া সদর;

তারিখ: ৪ অক্টোবর;

ঠিকানা: আবুল খায়ের ডিপো, মুচির মোড় থেকে উত্তর পাশে, চেয়ারম্যান মোড়, উত্তম মৌলভিপাড়া, রংপুর সদর;

তারিখ: ৪ অক্টোবর;

ঠিকানা: আবুল খায়ের ম্যারিজ অফিস, পাঠানবাড়ী রোড, ফেনী সদর;

তারিখ: ৬ অক্টোবর;

ঠিকানা: আবুল খায়ের অফিস,পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে, ইকবাল স্কুল মোড়, পাহাড়পুর, দিনাজপুর সদর;

তারিখ: ৬ অক্টোবর;

ঠিকানা: বদর টাওয়ার, ট্রাস্ট ব্যাংক ভবন ,ই- ব্লক- শাহজালাল উপশহর, সিলেট সদর;

তারিখ: ৬ ও ১২ অক্টোবর;

ঠিকানা: ইকবাল এন্টারপ্রাইজ, বরহাট, মৌলভীবাজার সদর;

তারিখ: ৭ অক্টোবর;

ঠিকানা: আবুল খায়ের ডিপো, রাজধানী মুরাইল, সান্তাহার রোড, আফ্রিন জুট স্পিনারের পাশে, বগুড়া সদর;

তারিখ: ৮ অক্টোবর;

ঠিকানা: আবুল খায়ের অফিস, দিঘাপাতিয়া হাইস্কুল রোড়, দুই তলা মসজিদের বিপরীতে, নাটোর সদর;

তারিখ: ৯ অক্টোবর;

ঠিকানা: আবুল খায়ের ডিপো, নুরুজ্জামান সড়ক, মাদারশাহ, ত্রিমোহিনি রোড,উডল্যান্ড বাবু স্টোরের বিপরীতে, কুষ্টিয়া সদর;

তারিখ: ১১ অক্টোবর;

ঠিকানা: হক ভিলা, মোলভীপাড়া মোড়, ব্রাহ্মণবাড়িয়া সদর, সমবায় মার্কেটের পাশে;

তারিখ: ৮ ও ১৪ অক্টোবর;

ঠিকানা: আবুল খায়ের অফিস, মোকামবাড়ী, পইল রোড, শায়েস্তা নগর, হবিগঞ্জ সদর;

তারিখ: ১৩ অক্টোবর;

ঠিকানা: আবুল খায়ের ডিপো, রায়ের মহল বড় মসজিদের বিপরীতে, বয়রা বাজার, খুলনা সদর;

তারিখ: ১৩ অক্টোবর;

ঠিকানা: চৌমুহনী পশ্চিম বাজার (ব্যাংক রোড, বাংলাদেশ ব্যাংক বিল্ডিং, শাহ আলম ডিলার পয়েন্ট), নোয়াখালী;

তারিখ: ১৪ ও ২১ অক্টোবর;

ঠিকানা: আবুল খায়ের অফিস, অলি মিয়া ভবন (৩য় তলা), বনিকপট্টি, পুরান বাজার, পটুয়াখালী সদর;

তারিখ: ১৫ অক্টোবর;

ঠিকানা: দক্ষিণ বান্ধানগর প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত গলি (আবুল খায়ের অফিস) সাখারিপাড়া, লক্ষীপুর সদর;

তারিখ: ১৫ ও ২২ অক্টোবর;

ঠিকানা: আবুল খায়ের ডিপো, আলি চেয়ারম্যান মার্কেট, ৬ মাইল বাজার, বাবুগঞ্জ, বরিশাল;

তারিখ: ১৬ অক্টোবর;

ঠিকানা: আবুল খায়ের অফিস, দারুল ইহসান মাদ্রাসার বিপরীতে, কুলপদ্দি চৌরাস্তা, কালকিনি রোড, মাদারিপুর সদর, মাদারিপুর;

তারিখ: ১৮ অক্টোবর;

ঠিকানা: আবুল খায়ের অফিস, চাউল বাজার (রুপন স্টোরের পাশে), বাজার ঘাটা, কক্সবাজার;

তারিখ: ১৮ অক্টোবর;

ঠিকানা: চুন্নু ভবন, রওশন খান সড়ক, (গ্রিন হাসপাতালের পাশে) আলীপুর, ফরিদপুর সদর;

তারিখ: ১৯ অক্টোবর;

ঠিকানা: মেসার্স ফারুক ট্রেডার্স, আবুল খায়ের অফিস, বকুলতলা (লঞ্চঘাট রোড), পাল বাজার, চাঁদপুর সদর;

তারিখ: ২৩ অক্টোবর;

ঠিকানা: আবুল খায়ের হেড অফিস (ইউনিট-২) ডি.টি রোড, পাহাড়তলী, চট্টগ্রাম;

তারিখ: ২৫ অক্টোবর;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম


সর্বশেষ সংবাদ