প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নিতে চাওয়ায় বহিষ্কার প্রাথমিকের ৩ শিক্ষক

প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নিতে চাওয়ায় বহিষ্কার তিন শিক্ষক?
প্রধানমন্ত্রীর হাত থেকে পদক নিতে চাওয়ায় বহিষ্কার তিন শিক্ষক?  © ফাইল ছবি

গণশিক্ষা প্রতিমন্ত্রীর হাত থেকে পদক প্রত্যাখ্যান করায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে দুইজন জাতীয় পদকপ্রাপ্ত শিক্ষক রয়েছেন। বৃহস্পতিবার (১৮ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক নির্দেশনায় তাদের সাময়িক বরখাস্ত করার বিষয়টি জানানো হয়েছে।

বরখাস্ত হওয়া শিক্ষকরা হলেন: রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নাহার লিপি, রাজবাড়ির স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, জয়পুরহাটের হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মাহবুবুর রহমান।

নির্দেশনায় জানানো হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনজন সহকারী শিক্ষককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি মোতাবেক খোরাকি ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অভিযোগে বলা হয়েছে, ঢাকায় গত ১১ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ এবং প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ ও ২০২২ প্রদানের মহড়া অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের হাত থেকে পদক গ্রহণে অস্বীকৃতি জানিয়ে মিডিয়ায় সাক্ষাৎকার প্রদান করেন এ তিন শিক্ষক এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্যদের সাক্ষাৎকার প্রদানে উৎসাহিত করায় অনুষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ হয়।

বিষয়টি সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আচরণ পরিপন্থী। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ১২ (১) ধারা মোতাবেক তাদের সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

এর আগে বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। অভিযোগের সত্যতা পাওয়ার পর তিন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence