‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরতে পারেন তারেক রহমান’

০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪০ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ PM
মির্জা ফখরুল ইসলাম

মির্জা ফখরুল ইসলাম © টিডিসি সম্পাদিত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরতে পারেন তারেক রহমান বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে তিনি গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি পর্যবেক্ষণের পরই তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন, আর পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তিনি দ্রুতই দেশে ফিরবেন।

এদিকে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তিনি ট্রাভেল পাসের আবেদনও করেননি। আবেদন করলেই তা দেওয়া হবে এবং তাকে দেশে ফিরতে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও তিনি উল্লেখ করেন। খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে চাইলে সরকার সহযোগিতা করবে বলেও তিনি জানান, তবে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে পরিবার ও দলের।

আওয়ামী লীগ সরকারের আমলে দুটি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাবন্দি ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ করোনাকালে নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়, যা পরে প্রতি ছয় মাস অন্তর নবায়ন করা হয়। তবে চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে অনুমতি দেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন তিনি।

গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর খালেদা জিয়া মুক্তি পান এবং চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখানে ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন তিনি। দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছিল। সর্বশেষ ২৩ নভেম্বর সন্ধ্যায় আবারো তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ বিএনপির শীর্ষ নেতারা।

ডাকসুর বাজেট সংকটে ইশতেহার বাস্তবায়নে সংশয়, হিসাব নেই ৩০ বছ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
সোমবার থেকে তাহসানের উপস্থাপনায় গেম শো
  • ১৭ জানুয়ারি ২০২৬
চুয়েট ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার জানাল কর্তৃপক্ষ
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘আমি না বললে এলাকা থেকে বের হতে পারবেন না’
  • ১৭ জানুয়ারি ২০২৬
প্রাথমিকে নিয়োগ পরীক্ষার ফল রোববার! আসনপ্রতি টিকছে ৩ থেকে ৫…
  • ১৭ জানুয়ারি ২০২৬
১৩১ শিক্ষার্থীকে বৃত্তি দিলো দ্যা স্কলারস ফাউন্ডেশন
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9