ডাকসু: ৮টা থেকে ৪টা ভোটগ্রহণ চায় ছাত্রলীগ
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ মার্চ ২০১৯, ০১:০৫ PM , আপডেট: ০৭ মার্চ ২০১৯, ০১:২৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল)। ডাকসু নির্বাচন উপলক্ষে সংগঠনটির সমর্থিত নাইম-শাহরিয়ার-ফাহিম পরিষদের ইশতেহার ঘোষণা করতে গিয়ে তারা এ দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংগঠনটির ইশতেহার ঘোষণা করা হয়।
নির্বাচনের আর মাত্র চারদিন বাকি থাকলেও হলগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো সহাবস্থান নিশ্চিত করতে পারেনি বলে অভিযোগ করে ছাত্রলীগ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহজাহান আলী সাজু বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিবেশ পরিষদের অধিভূক্ত ছাত্র সংগঠনগুলোর সাথে কয়েক দফা সভা করলেও এখনো পরিস্থিতির তেমন উন্নতি হয়নি।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অর্ধেকের বেশি শিক্ষার্থী আবাসন সুবিধা বঞ্চিত, গণরুমের অবস্থা অত্যন্ত দুঃখজনক। প্রথমবর্ষের শিক্ষার্থীদের হলে উঠতে হলে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কাছে ধরনা দিতে হয়, দলীয় মিছিল-মিটিং করতে হয়। অন্যথায় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়। ডাকসু ও হল সংসদ নির্বাচনে এসব নির্যাতনকারীদের প্রত্যাখান করার আহবান জানান তিনি।
ছাত্রলীগের (বিসিএল) ইশতেহারে ২১ দফা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে, ক্যাম্পাসকে দলবাজ, দখলবাজ ও জুলুমবাজদের হাত থেকে মুক্ত করা, শিক্ষা-গবেষণা-একাডেমিক কার্যক্রমের মান উন্নয়নে বাজেট বরাদ্দ বৃদ্ধি, মানসম্মত খাবার নিশ্চিত করা, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন ও হলভিত্তিক আবাসিক চিকিৎসকের ব্যবস্থা করা, বিশ্বমানের বিজ্ঞান ও গবেষণা কেন্দ্র নির্মাণ, বাস ও রুট বৃদ্ধি, প্রত্যেক হলে জিমনেসিয়াম ও সমৃদ্ধ লাইব্রেরী নির্মাণ, সহাবস্থান নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি, মেধাবীদের শিক্ষক হিসেবে নিয়োগ ইত্যাদি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম শীল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহফুজুর রহমান রাহাত, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিজয় প্রমুখ।