চার দাবিতে পঞ্চম দিনে অনশন কর্মসূচি

মানবতার খাতিরেও কেউ খবর নেয়নি ওয়ালিদ আশরাফের!

টানা পাঁচদিন ধরে অনশন কর্মসূচি পালন করছেন ওয়ালিদ আশরাফ
টানা পাঁচদিন ধরে অনশন কর্মসূচি পালন করছেন ওয়ালিদ আশরাফ  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলের পরিবর্তে একাডেমিক ভবনে করাসহ চার দফা দাবিতে টানা পাঁচদিন ধরে অনশন চালিয়ে যাচ্ছেন ওয়ালিদ আশরাফ। আজ সোমবারও তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন সংলগ্ন স্মৃতি চিরন্তনে অনশনে বসে থাকতে দেখা গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র ওয়ালিদ আশরাফ। আজ সোমবার সকালে ভিসি চত্বরে গিয়ে দেখা যায়, প্রচন্ড ঠান্ডার মধ্যে গুটিসুটি মেরে বসে আছেন তিনি। শারীরিকভাবেও বেশ দুর্বল হয়ে পড়েছেন।

দ্যা ডেইলি ক্যাম্পাস’র সাথে আলাপকালে ওয়ালিদ আশরাফ বলেন, ‘টানা পাঁচদিন ধরে অনশন করে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মানবতার খাতিরেও কেউ দেখতে আসেনি। আমি এখনো অপেক্ষা করছি। আমি চাই সিন্ডিকেটের বৈঠকে যেন আমার দাবিগুলো পুনর্বিবেচনা করা হয়।’

তিনি বলেন, ‘রাষ্ট্রের প্রতি আমার দায়িত্ববোধ থেকেই অনশন করছি। মা নিয়মিত খোঁজ-খবর রাখেন। গতকালও মা এসেছিলেন। কাল এসে জ্যাকেট ও স্যালাইন দিয়ে গেলেন।’ তবে তিনি তার তাঁবুটা মাগুরায় ফেলে আসার কারণে বৃষ্টির মধ্যে একটু সমস্যা হচ্ছে বলে জানান।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় চারদফা দাবিতে একই জায়গায় অনশনে বসেন ওয়ালিদ আশরাফ। তবে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ‘নিরাপত্তাজনিত’ কারণ দেখিয়ে তাঁকে সেখান থেকে উঠিয়ে দেয়।

সে সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী জানিয়েছিলেন, সে একজন বহিরাগত। তার উদ্দেশ্য যদি ভালো হয়ে থাকে, তাহলে তাকে ক্যাম্পাসে এসে এসব না করার পরামর্শ দেয়া যাচ্ছে।


সর্বশেষ সংবাদ