ডাকসু নির্বাচন

শিক্ষার্থীদের জন্য খণ্ডকালীন চাকরির ব্যবস্থা করতে চাই

০২ মার্চ ২০১৯, ০১:৩৬ PM
সাদমান সাকিল

সাদমান সাকিল © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ী হলে ছাত্রত্ব থাকা অবস্থায় শিক্ষার্থীদের জন্য খন্ডকালীন চাকরির প্রথা চালু করতে চান সাদমান সাকিল। ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে স্বতন্ত্র সদস্য পদে নির্বাচন করছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিচিত মুখ সাদমান সাকিল। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের এ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’র এডমিনও তিনি।

সাহিত্যপ্রেমী হিসেবে পরিচিত সাকিল পাঁচ হাজার রক্তদাতার তালিকা তৈরি, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য শ্রুতিলেখকের তালিকা তৈরি, শিক্ষার্থীদের টিউশনির ব্যবস্থা করাসহ বেশ কিছু কাজ করে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছেন। যেকোনো বিপদে-দুর্যোগে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার’ গ্রুপের মাধ্যমে ফান্ড কালেকশনেও অগ্রপথিকের ভূমিকা পালন করেন সাদমান।

দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে একান্ত সাক্ষাৎকারে সাকিল বলেন, ‘আমি চাই ডাকসুতে সাহিত্য সংসদের একজন প্রতিনিধি থাকুক, যাতে সাহিত্য সংসদ তাদের চাওয়াগুলো তুলে ধরতে পারে। মূলত এ উদ্দেশ্য থেকেই নির্বাচনে অংশগ্রহণ করা।’

নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য কী কী কাজ করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীই আসেন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার থেকে। ফলে তাদের পরিবার থেকে খরচ চালানো সম্ভব হয় না। আমি নির্বাচিত হলে শিক্ষার্থীদের ছাত্রত্ব থাকা অবস্থায় খন্ডকালীন চাকরির ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কাজ করে যাবো।’

এছাড়াও তিনি শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূরীকরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে হল প্রতিষ্ঠা, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, হলগুলো বহিরাগত মুক্ত করা, ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য পুরষ্কারের প্রবর্তনসহ জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাবেন বলে জানান।

নিটল-নিলয় গ্রুপে চাকরি, পদ ১৫, আবেদন অনলাইনে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
  • ২৯ জানুয়ারি ২০২৬
এনএসইউ-রেজিনা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর সই
  • ২৯ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চায়না-বাংলাদেশ পার্টনারশিপ ফোরাম …
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুর সংঘর্ষে যুবদল নেতার মৃত্যুর তথ্য ফেসবুকে, লাইভে এসে …
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘উনি ভারতীয় প্ল্যান নিয়ে বাংলাদেশে এসেছেন’‒ কাকে উদ্দেশ্য ক…
  • ২৯ জানুয়ারি ২০২৬