ডাকসুতে ছাত্রলীগের বিদ্রোহী প্যানেল!

২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৯ AM
আজ মধুর ক্যান্টিনে ছাত্রলীগের বিদ্রোহীদের প্যানেল ঘোষণা

আজ মধুর ক্যান্টিনে ছাত্রলীগের বিদ্রোহীদের প্যানেল ঘোষণা © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করার একদিন পরই ছাত্রলীগের বিদ্রোহী প্যানেল ঘোষণা করা হয়েছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন করে এ প্যানেল ঘোষণা করা হয়।

ঘোষিত বিদ্রোহী প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন সোহান খান। এছাড়া সাধারণ সম্পাদক পদে (জিএস) আ‌মিনুল ইসল‌াম বুলবুল ও সহ-সাধারণ সম্পাদক পদে (এজিএস) ‌মো: র‌নি প্রার্থী হচ্ছেন। তারা সবাই ছাত্রলীগের আগের কমিটির নেতা বলে জানা গেছে।

ছাত্রলীগের বিদ্রোহী প্যানেলের নাম দেওয়া হয়েছে, ‘বঙ্গবন্ধুর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক সাধারণ শিক্ষার্থীদের পরিষদ’। 

এসময় জিএস প্রার্থী আমিনুল ইসলাম বুলবুল প্রশ্ন রেখে বলেন, ‘যারা গত নয় মাসের মধ্যে ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি, তারা ডাকসুতে সাধারণ শিক্ষার্থীদের কী দেবে?’

বুলবুল আরো বলেন, ‘আমাদের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ছাত্রদলকে ফুল দিয়ে মধুতে স্বাগত জানায়। আমাদের প্রশ্ন, যারা বঙ্গবন্ধুকে স্বীকার করেনা- তাদের ফুল দিয়ে কীভাবে তিনি নিজেকে মুজিব আদর্শের সৈনিক দাবি করতে পারেন।’

বিদ্রোহী প্যানেলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক প্রার্থী আল মামুন বলেন, ‘ছাত্রলীগের প্যানেলে যোগ্যদের মূল্যায়ন হয়নি। তাই আমরা মনে করছি আমাদেরও নির্বাচনের অধিকার রয়েছে। তাই আমরা প্যানেল ঘোষণা করছি। আমরাও নির্বাচন করবো।’ 

বিদ্রোহী প্যানেলের অন্য প্রার্থীরা হলেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জিএম সাব্বির, আন্তর্জাতিক সম্পাদক তামজিদ হোসেন, সাহিত্য সম্পাদক মো: মাসুদ রানা, ক্রীড়া সম্পাদক গাজী নাবিদ হোসেন।

কৌশলগত কারণে প্যানেলের বাকীদের নাম জানানো হয়নি। পরে প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

ডাকসু নির্বাচনে ছাত্রলীগের ঘোষিত বিদ্রোহী প্যানেল
নিটল-নিলয় গ্রুপে চাকরি, পদ ১৫, আবেদন অনলাইনে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
  • ২৯ জানুয়ারি ২০২৬
এনএসইউ-রেজিনা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর সই
  • ২৯ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চায়না-বাংলাদেশ পার্টনারশিপ ফোরাম …
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুর সংঘর্ষে যুবদল নেতার মৃত্যুর তথ্য ফেসবুকে, লাইভে এসে …
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘উনি ভারতীয় প্ল্যান নিয়ে বাংলাদেশে এসেছেন’‒ কাকে উদ্দেশ্য ক…
  • ২৯ জানুয়ারি ২০২৬