‘জুলাই আমার বিশ্বাস, জুলাই আমার ঠিকানা’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৯:৫৯ AM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৮:০৫ PM
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আজ শুক্রবার (৯ মে) সকালেও অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা দিকে এই দাবিতে বিক্ষোভ শুরু হয়। ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও দাবিতে অনড় বিক্ষোভকারীরা।
শুক্রবার সকালে সমাবেশ থেকে ‘জুলাই আমার বিশ্বাস, জুলাই আমার ঠিকানা’, ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগকে ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ আওয়ামী লীগ’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও ঘুরিয়ে দাও’সহ নানা স্লোগান দেন তারা।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে জাতীয় নাগরিক পার্টি, আপ বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই ঐক্য, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও কওমী মাদরাসার শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
আরও পড়ুন : আ.লীগ নিষিদ্ধ ও হত্যাকারীদের বিচার চেয়ে রাত পেরিয়ে সকালেও উত্তাল যমুনা
আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার দায়ে জড়িতদের দ্রুততম সময়ে বিচারের দাবিতে যমুনার সামনে চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৯ মে) সকালে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান এই আন্দোলনের সঙ্গে একত্মতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এ ছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ড. রেজাউল করমিসহ জামায়াতের কেন্দ্রীয় অনেক নেতা উপস্থিত হন।
রাত পৌনে ১টার দিকে তারা মিছিল নিয়ে অবস্থান কর্মসূচিতে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা। নাহিদ ইসলাম ছাড়াও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা, শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, আপ বাংলাদেশের আলী হাসান জুনায়েদসহ অনেকে উপস্থিত হয়েছেন।