খালেদা জিয়া এবং বিএনপির কাছে যে আশা সারজিসের

সারজিস আলম
সারজিস আলম  © সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার দল আপোষহীনভাবে গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন বলে আশা পোষণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

মঙ্গলবার (৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আশা পোষণ করেন। চিকিৎসা শেষে খালেদা জিয়ার লন্ডন থেকে দেশে ফেরা উপলক্ষ্যে স্বাগত জানিয়ে তিনি স্ট্যাটাসটি দেন। 

ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম লিখেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম। আমরা বিশ্বাস করতে চাই, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে; সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপোষহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

আরও পড়ুন: হেফাজতে ইসলামের দুঃখ প্রকাশ

প্রসঙ্গত, দীর্ঘ চার মাস চিকিৎসাগ্রহণ শেষে আজ সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বেলা ১১টার দিকে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে রওনা দেন বেগম খালেদা জিয়া। এসময় তাকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের ঢল নামে।

 


সর্বশেষ সংবাদ