এনসিপি ব্যক্তিকেন্দ্রিক নয়, বহু বাংলাদেশপন্থির ভরসার জায়গা: আলাউদ্দিন

আলাউদ্দিন মুহাম্মদ
আলাউদ্দিন মুহাম্মদ  © ফেসবুক থেকে সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দলটির ভবিষ্যৎ কর্মসূচি ও অঞ্চলভিত্তিক সাংগঠনিক নীতিমালা নির্ধারণ, সংস্কারের প্রস্তাব প্রণয়নসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সভা প্রসঙ্গ টেনে এক ফেসবুক স্ট্যাটাসে দলটির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মুহাম্মদ জানিয়েছেন, এনসিপি ব্যক্তিকেন্দ্রিক দল নয়। তারা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করছেন না। যার ফলে ব্যক্তিকে বিতর্কিত করে দলকে ঠেকিয়ে দেয়া যাবে না।

শনিবার (১৯ এপ্রিল) বিকালে আলাউদ্দিন মুহাম্মদ তার ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে এসব কথা জানান। এর আগে গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) এনসিপির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

আলাউদ্দিন মুহাম্মদ লিখেছেন, ‘এনসিপি একটি নতুন উদ্যোগ ও বাংলাদেশের রাজনীতির প্যারাডাইম শিফটের জন্য আমরা এনসিপি করেছি এবং বহু বাংলাদেশপন্থী মানুষের ভরসার জায়গা হয়ে উঠছে।’

তিনি আরও লিখেছেন, ‘এনসিপি প্রতিষ্ঠার পর থেকে সাংগঠনিক কর্মকাণ্ডের জন্য মাঠে নামার পূর্বেই এনসিপি পতিত স্বৈরাচার, বিএনপি, জামায়াত ও অন্যান্য শক্তিগুলোর সমালোচনার কেন্দ্রে রয়েছে। এই সমালোচনাকে আমরা ইতিবাচকভাবেই নিচ্ছি যদিও এই সমালোচনার বেশিরভাগেরই মূল উদ্দেশ্য যাতে মানুষের কাছে যাওয়ার পূর্বেই আমাদের বিতর্কিত করা যায়, হাস্যকরভাবে উপস্থাপন করা যায় ও মানুষকে আমাদের ব্যাপারে বিষিয়ে তোলা যায় যাতে আমাদের উদ্যোগ মাঠে মারা যায়।’

সমালোচনাকে তরুণদের দমিয়ে রাখা যাবে না জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘এতো সহজে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী একটি তরুণ গোষ্ঠীকে দমিয়ে ফেলা যাবে না। কারণ আমরা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি করছি না। ব্যক্তিকে বিতর্কিত করে দলকে ঠেকিয়ে দেয়া তাই সহজ নয়। আমরা এনসিপিতে জবাবদিহিতার রাজনীতি করছি।’

সংগঠনের ভেতর জবাবদিহিতা আছে জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘এখানে জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ থাকবে না। সংগঠনে প্রতিনিধিত্বমূলক নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার নীতি গ্রহণে এনসিপি দৃষ্টান্ত হয়ে উঠবে তা বিশ্বাস করি।’


সর্বশেষ সংবাদ