গণঅভ্যুত্থানে আহত ঢাকা কলেজ ছাত্রদল নেতার খোঁজ নিলেন তারেক রহমান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৯:৪৩ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০৯:৪৮ PM

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া ঢাকা কলেজের আহ্বায়ক কমিটির সদস্য ইমরানের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের মাধ্যমে তারেক রহমান ইমরানের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। তিনি ইমরানের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন এবং ঘটনার বিস্তারিত শোনেন।
গত বছরের ১৯ জুলাই রাজধানীর পল্টন এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হন ইমরান। এরপর থেকে দীর্ঘ ৮ মাসেরও বেশি সময় ধরে তিনি রাজধানীর শ্যামলীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন রয়েছেন।
এসময় তারেক রহমান আহত ইমরানের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরাও ইমরানের দ্রুত সুস্থতা কামনা করেন।
তারেক রহমান বলেন, ইমরানের সকল অপারেশন শেষ হতে দুই বছর লাগবে। যতদিনই লাগুক বিএনপি পরিবার তার পাশে থাকবে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক রাহাত হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি পিয়াল হাসান, সদস্য সচিব মিল্লাদ হোসেনসহ অনেকে।