জিয়া পরিষদের উদ্যোগে ইফতার বিতরণ

ইফতার বিতরণ কর্মসূচি পালন করেছে জিয়া পরিষদ
ইফতার বিতরণ কর্মসূচি পালন করেছে জিয়া পরিষদ  © সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি পালন করেছে জিয়া পরিষদ। বৃহস্পতিবার (২০ মার্চ) মতিঝিলস্থ সোনালী ব্যাংক প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদের সভাপতি শেখ আব্দুল কুদ্দুস।  

ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিরুল ইসলাম কাগুজি, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ড. ইয়ারুল কবির, মাহফুজুর রহমান ফরহাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহ হিল মাসুদ ও জিয়া পরিষদ ঢাকা মহানগরের সভাপতি আবুল কালাম আজাদ।  

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের জিয়া পরিষদ ইউনিটের সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, বাংলাদেশ কৃষি ব্যাংক, বিডিবিএল, জীবন বীমা কর্পোরেশনসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।  

কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ কর্মসূচিতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এম. মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামস্ তিবরীজ ভূঁইয়া, সোনালী ব্যাংক পিএলসি-এর সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এস.এম. আবুল বাশার, অগ্রণী ব্যাংক পিএলসি-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, জনতা ব্যাংক পিএলসি-এর প্রতিনিধি মো. হাফিজুর রহমান, বেসরকারি ব্যাংক ইউনিটের সভাপতি মো. জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোবিন্দ চাঁদ কুন্ডু বক্তব্য রাখেন।  

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবনাদর্শ ও দেশপ্রেমের নানা দিক তুলে ধরেন। তারা ব্যাংক কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান।  

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি শেখ আব্দুল কুদ্দুস।


সর্বশেষ সংবাদ