শহীদরা কারও পারিবারিক সম্পত্তি নয়: জামায়াত আমির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৩:৫০ PM , আপডেট: ১৭ মার্চ ২০২৫, ০৩:৫৫ PM

শহীদরা কারও পারিবারিক সম্পত্তি নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (১৭ মার্চ) দুপুরে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামের সামনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, শহীদরা কারো পারিবারিক সম্পত্তি নয়, শহীদরা এ জাতির সম্পদ। আমরা সবাই শহীদ পরিবারের সদস্য। জামায়াত ইসলামী জুলাই-আগস্টের সকল শহীদ পরিবারের প্রতি নৈতিক দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, ছাত্রজনতাকে খুনের পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও বাস্তবায়নকারী সকলকে শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশের পেনাল কোর্ট অনুযায়ী এ খুনিদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে।
পথসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। এ সময় আরও বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল সৈয়দ মোয়াজ্জেম হোসাইন হেলাল, ঝালকাঠি-২ আসনে জামায়াতের প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার।