পিএইচডি ডিগ্রি অর্জন করলেন আইআইইউসি শিক্ষক হেলাল উদ্দিন

ড. মো. হেলাল উদ্দিন
ড. মো. হেলাল উদ্দিন  © সংগৃহীত

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ব্যবসায় প্রশাসন বিভাগে সহকারী অধ্যাপক মো. হেলাল উদ্দিন চায়নার সাউথওয়েস্ট জিয়াওটং বিশ্ববিদ্যালয় থেকে কর্পোরেট ফাইন্যান্সিং, কর্পোরেট গভর্নেন্স ও আর্নিংস ম্যানেজমেন্টের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।  

আর্নিংস ম্যানেজমেন্টের উপরে আন্তর্জাতিক জার্নালে ড. মো. হেলাল উদ্দিনের অনেক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। 

ড. মো. হেলাল উদ্দিনের গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা থানার অন্তর্গত ভাগুরা পাড়ায়। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারী, গল্লাই আবেদা -নুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কুমিল্লা ইবনে তাইমিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) ব্যবসায় প্রশাসন বিভাগে সহকারী অধ্যাপক পদে শিক্ষকতা করছেন।  


সর্বশেষ সংবাদ