স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ব্র্যাকের ফজলে হাসান আবেদ, আনন্দ-বেদনার অনুভূতি ছেলের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৯:৩৮ AM , আপডেট: ২৫ মার্চ ২০২৫, ১০:০৪ AM

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের সাতজন বিশিষ্ট ব্যক্তি ২০২৫ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। গত ১১ মার্চ রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ মঙ্গলবার (২৫ মার্চ) পুরস্কার পেতে যাওয়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ। তার এ অর্জনে ফেসবুকে পোস্ট করে আনন্দ-বেদনার অনুভূতি প্রকাশ করেছেন ছেলে শামেরান আবেদ।
ফেসবুক পোস্টে শামেরান আবেদ লিখেছেন, ‘অনেক দিন আগে, সম্ভবত ৯০-এর দশকের শেষের দিকে, আমার বাবা একবার আমাকে খুব স্বাভাবিক ভঙ্গিতে বলেছিলেন, একদিন তারা আমাকে স্বাধীনতা পুরস্কার দেবে। কিন্তু সেটা আমি মারা যাওয়ার পরই দেবে। তাই তুমি আর তামারা গিয়ে সেটা নিয়ে আসবে।’
তিনি আরও প্রায় ২০ বছর বেঁচেছিলেন, অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিলেন, অক্সফোর্ড থেকে প্রিন্সটন পর্যন্ত বহু বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছিল, ব্রিটিশ রাজতন্ত্র তাকে নাইট উপাধি দিয়েছিল এবং স্পেন ও নেদারল্যান্ডসের রাজাদের কাছ থেকেও একই ধরনের সম্মাননা পেয়েছিলেন। তারপর তিনি ৮৩ বছর বয়সে মারা যান। আর অবশ্যই, তার ভবিষ্যদ্বাণী মতো বাংলাদেশে কোনো সরকার তার জীবদ্দশায় তাকে সম্মাননা দেওয়ার মতো যোগ্য মনে করেনি, যোগ করেন তিনি।
আরো পড়ুন: সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে যা বললেন সেনাপ্রধান
শামেরান আবেদ বলেন, ‘আগামীকাল (মঙ্গলবার), আমি ও আমার বোন, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মিলে বাবার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করতে যাচ্ছি। এটি আমাদের জন্য এক মিশ্র অনুভূতির দিন হতে চলেছে। আমার বাবা কখনোই পুরস্কার বা স্বীকৃতির আশায় কাজ করেননি বা জীবনযাপন করেননি। কিন্তু আমি মনে করি, এ দেশের জন্য তিনি যে নিবেদিত জীবন ছিলেন, সে কথা বিবেচনা করলে, এই স্বীকৃতিটি জীবদ্দশায় পেলে তিনি খুবই খুশি হতেন।’