৭০০ কিমি গাড়ি চালিয়ে এসে সানিয়াকে হত্যা করলেন সাহিল

গুলিতে নিহত সানিয়া খান
গুলিতে নিহত সানিয়া খান  © ফাইল ছবি

সাবেক স্ত্রী সানিয়া খান টিকটক ভিডিও বানিয়েছিলেন। তা দেখে মেনে নিতে পারেননি সাবেক স্বামী। এ জন্য ৭০০ কিলোমিটার গাড়ি চালিয়ে এসে গুলি করে খুন করলেন যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত এক পাকিস্তানি। এরপর নিজেও আত্মহত্যা করেছেন রাহিল আহমদ নামে ওই ব্যক্তি।

শিকাগো সান টাইমস এর বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের লিওনিসে ঘটনাটি ঘটেছে। রাহিল যখন সানিয়ার বাড়িতে যান, তখন কাছেই পুলিশ ছিল। হঠাৎ ঘরের ভেতরে দু’টি গুলির শব্দ শুনতে পায় পুলিশ। সানিয়াকে লক্ষ্য করে প্রথমে গুলি চালান রাহিল। এরপর অন্য ঘরে গিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন তিনি।

আরো পড়ুন:  এক মাসে বিদ্যুৎ বিল ৩ হাজার ৪১৯ কোটি টাকা, হাসপাতালে বাড়িওয়ালা

পুলিশ জানিয়েছে, সানিয়া নিয়মিত টিকটক করতেন। পাশাপাশি পেশাদার চিত্রগ্রাহক ছিলেন। গত বছর রাহিল নামে ওই ব্যবসায়ীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তবে এক বছরও টেকেনি। চলতি বছরের মে মাসে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।

এরপর থেকেই ক্ষোভ জমতে থাকে রাহিলের। সাবেক স্ত্রী কেতাদুরস্ত জামাকাপড় পরে টিকটক করে, এসব পছন্দ ছিল না রাহিলের। অনেক দিন ধরেই তাকে খুনের ছক কষছিলেন। এক বার সানিয়ার ওপর গুলিও চালান। তবে সেবার সফল হননি। সাহিলের ধারণা, সানিয়া আধুনিক জীবনযাপন করায় তাঁদের বিচ্ছেদ হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence