হজ করতে গিয়ে ৪ বাংলাদেশির মৃত্যু

হজ করতে গিয়ে মৃত্যুবরণ করা ব্যক্তিরা
হজ করতে গিয়ে মৃত্যুবরণ করা ব্যক্তিরা  © সংগৃহীত

সৌদি আরবে হজ করতে গিয়ে আরও এক আংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত চার হজযাত্রীর মৃত্যু হলো।

জানা গেছে, শুক্রবার হেলাল উদ্দিন মোল্লা (৬৩) নামে এক ব্যক্তি পবিত্র মক্কা নগরীতে মারা যান। তার বাগি জয়পুরহাটে। গত শুক্রবার পবিত্র মক্কা আল-মুকাররমায় মারা যান কুমিল্লার রামুজা বেগম। তারও আগে ১৬ জুন নোয়াখালীর নুরুল আমিন (৬৪) এবং ১১ জুন চাঁপাইনবাবগঞ্জের জাহাঙ্গীর কবির (৫৯) পবিত্র মক্কায় মারা যান।

আগামী ৮ জুলাই চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এবার সরকারি-বেসরকারি মিলিয়ে ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালন করতে যাবেন।

আরও পড়ুন: ঘরের হাঁটু পানিতে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

প্রসঙ্গত, গত ৫ জুন থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়েছে। আগামী ৩ জুলাই হজযাত্রার শেষ ফ্লাইট। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই। যা শেষ হবে ৪ আগস্ট।


সর্বশেষ সংবাদ