করতে হয় না ক্লাস, শুধু টাকা দিলেই মেলে পছন্দমতো ডিগ্রি

ডিগ্রি বিক্রি করছে বিশ্ববিদ্যালয়
ডিগ্রি বিক্রি করছে বিশ্ববিদ্যালয়   © প্রতীকি ছবি

এমন এক বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে টাকা দিলেই কেনা যায় ডিগ্রি। শুধু নিজের পছন্দমতো ডিগ্রিটি কিনতে দিতে হবে চড়া দাম, পড়াশোনার নেই কোনো বালাই, করতে হবে না ক্লাসও। গত ৪ বছর ধরে শিক্ষা নিয়ে এমনই ব্যবসার ফাঁদ পেতেছে এক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনাটি ভারতের ভোপালের সর্বপল্লী রামকৃষ্ণ বিশ্ববিদ্যালয়ের। গত বৃহস্পতিবার এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাবেক উপাচার্যকে আটক করেছে পুলিশ।

ভোপালের এই বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে পুলিশ বলেন, ২০১৭ সাল থেকে ডিগ্রির এই ব্যবসা চলছে বিশ্ববিদ্যালয়টিতে। ইতোমধ্যে ১০১ জনকে ডিগ্রি বিক্রি করেছে প্রতিষ্ঠানটি। এতোদিন বিএসসি, এমবিএ, বিটেক, স্নাতকোত্তর ডিগ্রি বিক্রি করেছে ওই বিশ্ববিদ্যালয়টি।

পুলিশ আরও জানিয়েছে, ১০১ জনের মধ্যে ভুয়া ডিগ্রি পাওয়া ৪৪ জনকে চিহ্নিত করে তাদের সনদপত্র ফেরত নেয়া হয়েছে। বাকিদের খোঁজ চলছে।

সর্বপল্লী রামকৃষ্ণ বিশ্ববিদ্যালয়ের আটককৃত সাবেক উপাচার্য হলেন ড. এসএস কুশয়াল এবং বর্তমান উপাচার্য ড. এম প্রশান্ত পিল্লাই। এনারা ছাড়াও আরো ৭ জনকে আটক করেছে পুলিশ। এনারা ডিগ্রি বিক্রির এজেন্ট হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ