বাংলাদেশে নারীদের প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড আছে, নুশরাতকে হিলারি
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ মার্চ ২০২২, ০৫:৩১ PM , আপডেট: ০৯ মার্চ ২০২২, ০৬:১১ PM
বাংলাদেশে নারীদের প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীও নারী। আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইশরাত করিম ইভের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের সাবেক ফাস্ট লেডি হিলারি ক্লিনটন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গতকাল সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ৩৭ টি দেশের প্রতিনিধিদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিলারি ক্লিনটন। তিনি উপস্থিত প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
বাংলাদেশ থেকে ওই অনুষ্ঠানে অংশ নেন আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইশরাত করিম। তিনি প্রশ্ন করেন, যে দেশে নারীদের রাজনীতিতে স্বাগত জানানো হয় না সে দেশে নারীদের রাজনীতি করা নিয়ে আপনার পরামর্শ কী?
আরও পড়ুন- মেডিকেল হোস্টেলের একই কক্ষে মুসলমান-হিন্দু ছাত্র, বাবার স্ট্যাটাসে তোলপাড়
জবাবে হিলারি বলেন, আমি জানি যে, বাংলাদেশের নারীদের প্রধানমন্ত্রী হওয়ার একটা ইতিহাস রয়েছে। তোমাদের বর্তমান প্রধানমন্ত্রীও একজন নারী। তবে, আমি মনে করি, রাজনীতির সর্বস্তরে মেয়েদের জন্য আরো সুযোগ থাকা উচিত। সেটা তোমাদের দেশেই বলো আর অন্য যেকোন দেশের কথাই বলো, এটা অবশ্যই শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়।
তিনি বলেন, তুমি যদি তোমার দেশের রাজনীতিতে আগ্রহী হও, আমি মনে করি এ সম্পর্কে নিজেকে শিক্ষিত করে তোলাটা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আরও শিখতে এবং নিজে প্রার্থী হতে কী কী লাগে তার জন্য ইতিমধ্যেই যারা রাজনীতিতে আছেন তাদের অনুসরণ করতে পারো বা তাদের সাথে কাজ করতে পারো অথবা স্বেচ্ছাসেবকও হতে পারো। সরকারে কাজ করার সুযোগ থাকলে নীতিগুলো সম্পর্কে আরও বেশি জানতে পারবে, যা তুমি সরকারে থেকে বা রাজনীতিতে থেকেও প্রচার করতে পারবে। রাজনৈতিক ব্যবস্থা কীভাবে কাজ করে সেটা শেখা ভিন্ন অন্য কোন বাস্তব বিকল্প নেই। যারা প্রভাবশালী এবং ক্ষমতাধর অবস্থানে রয়েছেন তাদের ওই ব্যবস্থায় নিজের অংশগ্রহণের সুযোগ আছে কিনা তা খুঁজে দেখো। আমি মনে করি যে, তোমাদের জন্য সুযোগ রয়েছে তবে তা যে সহজ নয় আমি সেটা ভালোমতোই জানি। তবে, আমি মনে করি, চেষ্টা করে যাওয়াটা গুরুত্বপূর্ণ।