ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য যোগাযোগের জরুরি নম্বর

 ইউক্রেনের বহু বাসিন্দা মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় খুঁজছেন
ইউক্রেনের বহু বাসিন্দা মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় খুঁজছেন  © সংগৃহীত

ইউক্রেনে যেসব বাংলাদেশি আটকা পড়েছেন তাদেরকে নিরাপদে সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হ্যাঙ্গেরি এবং মাডোভা যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব দেশে গিয়ে যাতে দ্রুত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে পারেন এজন্য যোগাযোগের নম্বর দেওয়া হয়েছে। 

আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) স্ব স্ব দূতাবাস থেকে এসব জরুরী নম্বর দেওয়া হয়েছে। যারা সীমান্ত পাড়ি দিয়ে স্লোভাকিয়া এবং হাঙ্গেরি যাবেন তাদেরকে অস্ট্রিয়া এবং ভিয়েনায় থাকা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। 

যোগাযোগ নম্বর: 

রাহাত বিন জামান, ডেপুটি চিপ মিশন +43 688 60344492
জুবায়দুল হক চৌধুরী +43 688 60603068

যারা রোমানিয়া এবং মালদোভা যাবে তাদেরকে রোমানিয়া এবং বুখারেস্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের ইংরেজি ১ম পত্রে বড় পরিবর্তন

যোগাযোগ নম্বর: 
+40 (742) 553 809
মির মেহেদি হাসান +40 (742) 553 809 

পোল্যান্ডে বাংলাদেশি দূতাবাস নম্বর মো. মাসুদুর রহমান +48 739 527 722
মো. মাহবুবুর রহমান +48 579 262 403
ফারহানা ইয়াসমিন +48 690 282 561
বিল্লাল হোসাইন +48 739 634 125
মো. রাব্বানী +48 696 745 903

মস্কোর স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৫৫ মিনিটে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযান চালানোর ঘোষণা দেন। এর কয়েক মিনিট পরই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে ইউক্রেনের পূর্বাঞ্চলে স্বঘোষিত প্রজাতন্ত্র দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে সেখানে ‘শান্তি ফেরাতে’ সেনা মোতায়েনের ঘোষণা দেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence