৭০ ভাগ টিকা দেয়া হলে
করোনার তীব্রতা এ বছরই কমবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৮ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৮ PM
বিশ্বের ৭০% মানুষকে টিকা দেওয়া সম্ভব হলে চলতি বছরের মাঝামাঝি করোনার তীব্রতা কমে আসবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এনডিটিভি জানায়, শুক্রবার সাউথ আফ্রিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, করোনা মহামারির তীব্রতা এ বছর শেষ হতে পারে, যদি বিশ্বের প্রায় ৭০% মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রেয়সুস দক্ষিণ আফ্রিকায় সাংবাদিকদের বলেন, আমাদের প্রত্যাশা এ মহামারির তীব্রতা এ বছর শেষ হবে, তবে অবশ্যই জুন জুলাইয়ের মাঝে ৭০% মানুষকে টিকা দেয়ার লক্ষ্য অর্জন করতে হবে।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানো হবে না: শিক্ষামন্ত্রী
যদি এ লক্ষ্য অর্জন করা সম্ভব হয় তা হলে মহামারির তীব্রতা সত্যিই শেষ হতে পারে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, এ ধরনের লক্ষ্য অর্জনের জন্য অবশ্যই সকলের ইচ্ছা থাকতে হবে।
আফ্রিকানদের মাত্র ১১ শতাংশ টিকা দেওয়া হয়েছে, যা বিশ্বের সর্বনিম্ন হার। গত সপ্তাহে ডব্লিউএইচওর আফ্রিকা অফিস বলেছে, ৭০ শতাংশ লক্ষ্যে পৌঁছানোর জন্য মহাদেশটিকে তার টিকা দেওয়ার হার “ছয় গুণ” বাড়াতে হবে।