তাবলিগ জামাত নিষিদ্ধ করে সৌদি আরবের সতর্কতা জারি

তাবলিগ জামাত
তাবলিগ জামাত  © ফাইল ফটো

তাবলিগ জামাতের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করেছে সৌদি আরব। এ বিষয়ে সতর্কতাও জারি করেছে দেশটি। একই সাথে প্রতি জুমার নামাজ শেষে এ সম্পর্কে দেশটির নাগরিকদের সচেতন করার নির্দেশও দেওয়া হয়েছে।

সম্প্রতি দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী ডা. আব্দুললতিফ আল শেখ এক টুইট বার্তায় এই নির্দেশনা দিয়েছেন। 

ওই টুইট বার্তায় তিনি তাবলিগ জামাতকে সন্ত্রাসবাদের অন্যতম কেন্দ্র উল্লেখ করেছেন। এর বিপথগামীতা, বিচ্যুতি ও ভয়াবহতার নানা দিক মুসলিমদের কাছে তুলে ধরার আহবান জানিয়েছেন। একই সাথে সংগঠনটির প্রধান ভুলগুলো মানুষের সামনে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: তাবলিগ জামাতে ৫ ক্রিকেটার

আব্দুললতিফ আল শেখ টুইট বার্তায় জানান, সৌদি আরবে তাবলিগ ও দাওয়াহ গ্রুপ অর্থাৎ ধর্ম প্রচারের পক্ষপাতমূলক দলগুলোর সঙ্গে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে তাবলিগ জামাতের উপর নিষেধাজ্ঞা দেওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম স্কলাররা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে প্রায় ১০০ বছর আগে ভারতে তাবলিগ জামাতের যাত্রা শুরু হয়। সাধারণ মুসলিমদের মধ্যে ইসলামের নির্দেশনা পালনের উৎসাহ জোগাড় করাই এ সংগঠনের মূল কাজ। তাই সৌদি আরবের এমন সিদ্ধান্তে তারা ক্ষোভ জানিয়েছেন।

আরও পড়ুন: কারাভোগ শেষে ফিরলেন তাবলিগ জামাতের ১৪ সদস্য

প্রসঙ্গত, তাবলিগ জামাত ভারতের দেওবন্দ ভিত্তিক সুন্নি মুসলিমদের ইসলাম প্রচারের সংগঠন। সৌদি নেতৃবৃন্দ ওহাবি ও আহলে হাদিস মতাদর্শের অনুসারী বলে পরিচিত। এর ফলে আগে থেকেই সৌদি আরবে তাবলিগের কার্যক্রম ছিল না। তবে এবারই প্রথম তাবলিগ জামাতের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তুলেছে দেশটি।


সর্বশেষ সংবাদ