চাকরি না পেয়ে এমএ পাস যুবক এখন চপ বিক্রেতা

নিজের চপের দোকানে বিশ্বজিত কর
নিজের চপের দোকানে বিশ্বজিত কর  © সংগৃহীত

বাংলা ভাষা ও সাহিত্যে এমএ পাশ করেছিলেন বিশ্বজিত কর। তবে অনেক খুঁজেও কোনো চাকরি না মেলায় জীবিকার তাগিদে চপ বিক্রি করছেন তিনি।

জানা গেছে, বিশ্বজিত করের বাড়ি পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বন্দোয়ানে। পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ২০১০ স্নাতকোত্তর করেন তিনি। এর আগে ২০০৮ সালে একই বিষয়ের উপর স্নাতক শেষ করেন।

পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিশ্বজিত জানান,  ২০১৬ সালে একটি চাকরি পেয়েছিলাম। তবে তা দিয়ে সংসার চালানো কষ্টকর হয়ে যাচ্ছিল। তাই বাধ্য হয়ে চপ বিক্রি শুরু করি।

তিনি আরও বলেন, চাকরি করে দিনে ১৭৫ রুমি কামাই হত। আর চপ বিক্রি করে এখন দিনে দুই হাজার রুপি আয় হয়। সব খরচ বাদ দিয়ে ৫০০ রুপির মতো থাকে। এতে মন্দ কি?


সর্বশেষ সংবাদ