ইসরায়েলে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতা, থাকছেন না বাংলাদেশের কেউ

৭০তম মিস ইউনিভার্স আসরের পোস্টার
৭০তম মিস ইউনিভার্স আসরের পোস্টার  © সংগৃহীত

প্রতি বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশের প্রতিযোগিরা। এর মাধ্যমে সারাদেশ থেকে বাছাই করে মূল আসরে অংশগ্রহণের জন্য পাঠানো হয় সেরা সুন্দরীকে। গত কয়েক বছর নিয়মিত আয়োজন করা হয়েছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’। বাংলাদেশ থেকে নির্বাচিত সেরা প্রতিযোগি অংশ নিয়েছেন ‘মিস ইউনিভার্স’-এর মূল আসরে।

তবে এ বছর ডিসেম্বরে মিস ইউনিভার্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও সেখানে থাকছেন না বাংলাদেশের কোনো প্রতিযোগি। কারণ এবারের প্রতিযোগিতার মূল অনুষ্ঠান হবে ইসরায়েলে। সেখানে যাওয়ার জন্য ভিসা প্রক্রিয়ার জটিলতার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়। পোস্টে বলা হয়েছে, ৭০তম মিস ইউনিভার্স ২০২১-এর মূল অনুষ্ঠান ইসরায়েলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেহেতু বাংলাদেশে ইসরাইলি কনস্যুলেট নেই এবং ভিসা প্রক্রিয়া জটিল, তাই আমরা মিস ইউনিভার্স ২০২১-এ বাংলাদেশি কোনো প্রতিনিধি পাঠানো থেকে নিজেদের বিরত রাখছি।’

একইসঙ্গে জানানো হয়েছে, এ বছর অংশ নিতে না পারলেও ২০২২ সালের ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।


সর্বশেষ সংবাদ