নিষেধাজ্ঞা তুলে নিল তালেবান, স্কুলে ফিরেছে মেয়েরা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১, ১০:১৮ PM , আপডেট: ০৯ অক্টোবর ২০২১, ১০:১৮ PM
নারী শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তালেবান। আফগানিস্তানের বালখে প্রদেশে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। সেখানকার সপ্তম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে তালেবান।
এ ব্যাপারে মাজার-ই-শরিফের শিক্ষা বিভাগের প্রধান মৌলভী মোহাম্মদ নাইম বলখী জানান, আমরা চাই সবাই যেন তাদের সন্তানদের স্কুলে পাঠায়। তাহলে তারা একটি ভাল ভবিষ্যৎ পাবে। কারণ একটি ভাল ভবিষ্যৎ, একটি উন্নত ও সুন্দর সমাজের জন্য প্রয়োজন একটি শিক্ষিত প্রজন্ম।
আফগানিস্তানে চলতি বছরের আগস্টে সাবেক সরকারের পতনের পর থেকে রাজধানী কাবুলসহ দেশটির অধিকাংশ জায়গাতেই প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে এখন থেকে বালখের সব ছাত্রীই স্কুলে যেতে পারবে।