দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হলেন গুতেরেস

আন্তোনিও গুতেরেস
আন্তোনিও গুতেরেস  © সংগৃহীত

আন্তোনিও গুতেরেসকে দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে নির্বাচিত করতে সুপারিশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আজ শুক্রবার সংস্থার সাধারণ পরিষদের ১৯৩ সদস্য রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ দিয়েছে।

এর আগে, তাকে দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব হিসেবে নির্বাচিত করতে সুপারিশ করে নিরাপত্তা পরিষদ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ৭২ বছর বয়সী আন্তোনিও গুতেরেস ২০১৭ সালে বান কি মুনের পর জাতিসংঘের মহাসচিব পদে নির্বাচিত হন। তিনি ১৯৯৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এ ছাড়া ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন গুতেরেস।

এক বিবৃতিতে আন্তোনিও গুতেরেস বলেন, আমার ওপর আস্থা রাখায় নিরাপত্তা পরিষদের কাছে আমি কৃতজ্ঞ। সাধারণ পরিষদ দ্বিতীয় মেয়াদে আমার ওপর আস্থা রাখলে আমি বিনীত হব।


সর্বশেষ সংবাদ