ঈদের দিনেও বোমার শব্দে ঘুম ভেঙেছে ফিলিস্তিনিদের

ইসরায়েলের অব্যাহত বোমা হামলার মধ্যেই আজ ঈদের নামাজ আদায় করে ফিলিস্তিনের মানুষ
ইসরায়েলের অব্যাহত বোমা হামলার মধ্যেই আজ ঈদের নামাজ আদায় করে ফিলিস্তিনের মানুষ  © আল-জাজিরা

ফিলিস্তিনের নাগরিকরাও পবিত্র ঈদ উদযাপন করছেন। আজ বৃহস্পতিবার (১৩ মে) এমন সময়ে সেখানে এবার ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে, যখন ইসরায়েল নিয়মিত বোমা হামলা চালাচ্ছে। আজ সকালেও সেখানে বোমা হামলা অব্যাহত ছিল। ঈদের দিনেও ফিলিস্তিনিদের ঘুম ভেঙেছে বোমার শব্দে।

বোমা হামলার পাশাপাশি গাজা উপত্যকাসহ বিভিন্ন স্থানে অভিযানও চালাচ্ছে ইসরায়েলের বাহিনী। ফিলিস্তিনের সাফওয়াত আল-কাহলৌত বলেন, ‘গাজার অধিকাংশ মানুষ জেগে ছিল। একটু পরপরই বোমার শব্দ শুনেছি, ভবনগুলো কাঁপছিল।’

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের পুলিশের সদর দপ্তর ও নিরাপত্তা বাহিনীর কয়েকটি ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৬৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৬টি শিশু ও পাঁচ জন নারী। আহত হয়েছেন প্রায় ৪০০ জন।

ইসরায়েলের বিমান হামলায় নিহতদের মধ্যে হামাসের এক নেতাও রয়েছেন। হামাস জানিয়েছে, গাজার কমান্ডার বাসেম ইসা নিহত হয়েছেন। এ ছাড়া হামাসের জ্যেষ্ঠ কয়েকজন সদস্য নিহত হয়েছেন।

ইসরায়েলের হামলার জবাবে ফিলিস্তিনও রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, হামাস প্রায় দেড় হাজার রকেট ছুড়েছে। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট হামলায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।


সর্বশেষ সংবাদ