দুবাইয়ের রাস্তায় জাল নোট উড়িয়ে ভিডিও করায় ব্যবসায়ী গ্রেপ্তার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০, ০৬:০৭ PM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২০, ০৬:০৭ PM
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি রাস্তায় শ্রমিকদের মাঝে হাজার হাজার ইউরো ছুড়ে মেরে ভিডিও করেন এক ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়। আজ মঙ্গলবার সেই ভিডিওকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে ৫০ হাজার ইউরোর বেশকিছু জাল নোট গাড়ির জানালা দিয়ে ছুড়ে ভিডিও করেছিলেন ইউক্রেনীয় ওই ব্যবসায়ী। বিচারাধীন হওয়ায় ব্যবসায়ীর নাম পরিচয় গোপন রাখা হয়েছে। সম্প্রতি দুবাইয়ের আলকাউজ এলাকার রাস্তায় বিলাসবহুল একটি গাড়িতে চড়ে এই কাণ্ড ঘটান তিনি। গালফ নিউজের খবরে এসব তথ্য জানানো হয়েছে।
এ সময় আলকাউজের রাস্তায় থাকা শ্রমিকরা ছোটাছুটি করে ইউরোর নোটগুলো সংগ্রহ করে। এই দৃশ্য ভিডিও করে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেন তিনি। পরে তা ভাইরাল হয়।
৩২ বছর বয়সী ওই ব্যবসায়ীর বাসা থেকে সাত লাখ ৪০ হাজার মার্কিন ডলার ও চার লাখ ৬৭ হাজার ইউরোর জাল নোট জব্দ করে। মানুষকে তাক লাগানোর কাজে এগুলো তিনি ব্যবহার করতেন বলে জানিয়েছেন।
তার ইনস্টাগ্রাম প্রোফাইলে চার লাখ ফলোয়ার রয়েছে। ৬০টির বেশি ভিডিও রয়েছে সেখানে। প্রোফাইল দেখা যায়, দুবাইতে ব্যাপক বিলাসবহুল জীবন যাপন করেন তিনি।
এদিকে, ওই ব্যবসায়ীকে জাল নোট সরবরাহের কাজে জড়িত থাকার অভিযোগে ২২ বছর বয়সী ভারতীয় এক যুবককে আটক করা হয়েছে।
শ্রমিকদের জীবন হুমকির মধ্যে ফেলা এবং সামাজিক দূরত্ব না মানায় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ।